Loading..

নেতৃত্বের গল্প

২৭ জানুয়ারি, ২০২১ ০৭:০৮ অপরাহ্ণ

আমার স্বপ্নের মাদরাসার গল্প।


শ্রীবরদী উপজেলার একমাত্র বালিকা মাদরাসা হিসেবে কাকিলাকুড়া ইউনিয়ন বালিকা দাখিল মাদরাসাটি ১৯৯৮ ইং সালে প্রতিষ্ঠিত হয়ে শিক্ষায় অনগ্রসর এলাকার নারী শিক্ষা প্রসারে গ্রামীণ বালিকাদের মাঝে সাধারন শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার আলো প্রদানে অগ্রনী ভুমিকা পালন করে শিক্ষায় পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে আলোকিত করে ইতিমধ্যেই জেলায় শ্রেষ্ঠ মাদরাসার সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭, ২০১৮ ও ২০১৯খ্রি. উপজেলা শ্রেষ্ঠ মাদরাসা পুরস্কার এবং ২০১৯খ্রি. জেলা শ্রেষ্ঠ সুপার পুরস্কার লাভ করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় শেরপুর জেলায় নতুন যোগদানকৃত জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ রেজুয়ান মহোদয়কে গত ২৩/০১।২০২১ খ্রি. তারিখে অত্র মাদরাসার সভাকক্ষে সকল শিক্ষক,শিক্ষিকা ও কর্মচারিদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয় এবং সভাকক্ষে শিক্ষার সার্বিক বিষয়ে মতবিনিময় সভায় জেলা শিক্ষা অফিসার মহোদয় করোনা মহামারিতে শিক্ষার  অপুরনীয় ক্ষতি পুষিয়ে নিতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং সরকারি নির্দেশনা মোতাবেক কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালুকরণের লক্ষ্যে প্রাক প্রস্তুতি গ্রহণ নির্দেশনাসহ ‘মুজিব বর্ষ’ উপলক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে স্থায়ীভাবে পরিস্কার পরিচ্ছন্ন,স্বাস্থ্যসম্মত,নিরাপদ ও আনন্দময় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয় বিষয়ে বক্তব্য প্রদান করেন।