Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

১৩ ফেব্রুয়ারি , ২০২১ ০৯:০১ অপরাহ্ণ

শিক্ষকদের পাঠাভ্যাস -

কোনো দেশকে ধ্বংশ করতে গেলে তার সব বই পুড়িয়ে ফেলার প্রয়োজন নেই,কেবল মাত্র তাদের কোনো একটি প্রজন্মকে পাঠাভ্যাস থেকে দূরে রাখা গেলেই কেল্লা ফতে' - কথাগুলো আমার নয়,বলেছিলেন প্রখ্যাত মার্কিন লেখক রে ব্রাডবারি।তার ভাষায়,‌‍ "You don"t have to burn books to destroy a culture,just get people to stop reading them." নোবেল বিজয়ী রুশ কবি ও লেখক জোসেফ ব্রডস্কিও বলেছেন প্রায় একই কথা।তিনি বলেন,"বই পোড়ানোর চেয়েও বড় অপরাধ আছে।তার মধ্যে অন্যতম হলো বই না পড়া।ফ্রেডরিক ডগলাস বলেছেন খুবই গুরুত্বপূর্ণ একটি কথা।তিনি বলেন,"একবার তুমি পড়তে শেখো,তুমি চিরকালের জন্য স্বাধীন।

সমাজের সবচেয়ে সম্মানিত পেশাজীবী হলো মানুষ গড়ার কারিগর শিক্ষক।তাঁরা এক সময় প্রচুর বই পড়তেন,বিভিন্ন বিষয়ে পাণ্ডিত্য অর্জন করতেন।কিন্তু এখন তারা যে মানুষ গড়ার কারিগর এঠা বেমালুম ভুলে গিয়ে ব্যবসা বা রাজনীতি বা কোচিং বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন।টাকার লোভে বই পড়া ভুলে গেছেন,নিজের মেধা-যোগ্যতাকে অন্যায়-অসত্যেরে কাছে বিসর্জন দিচ্ছেন।তাই,বাজারে আজ পাঠ্যবইয়ের চেয়ে গাইড বই বেশি,স্কুলের চেয়ে কোচিং সেন্টারের সংখ্যা বেশি।ফলশ্রুতিতে,একটি সৃষ্টিশীল বই লেখার পরিবর্তে শুধুমাত্র বাণিজ্যিক উদ্দেশ্যে গাদা-গাদা বই লিখছেন,যেগুলোর মান অনেক ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ।আত্মস্বার্থ পরিত্যাগ করে মহৎ উদ্দেশ্যে জ্ঞানের অব্যাহত সাধন ও জ্ঞান বিতরণই শিক্ষকদের কর্তব্য হওয়া উচিত।

উত্তম শিক্ষক একজন উত্তম ছাত্র।সুশিক্ষকের অন্যতম বৈশিষ্ট্য হলো তাঁর জ্ঞানপিপাসা।শিক্ষক জ্ঞান পিপাসু হবেন।সুতরাং শিক্ষকের পেশাগত দায়িত্ব সুষ্ঠু ,সুন্দর ও সুচারুপে পালনের জন্য অধ্যয়নশীল হওয়া বা বই পড়ার অভ্যাস গঠন করা একান্ত প্রয়োজন।বিশেষ করে পরিবর্তিত বিশ্বের শিক্ষাক্রমের নতুন নতুন বিষয়বস্তুর প্রেক্ষিতে নতুন নতুন পদ্ধতির ধারণা অর্জন এবং শিক্ষাদানে তা প্রয়োগের ক্ষেত্রে বই পড়ার বিকল্প নেই।

ফয়সল আহমদ

সহকারী শিক্ষক (বিজ্ঞান)

লক্ষণাবন্দ আদর্শ উচ্চ বিদ্যালয়।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি