Loading..

খবর-দার

২০ ফেব্রুয়ারি , ২০২১ ০১:৩৬ অপরাহ্ণ

সকল শিক্ষার্থী ও শিক্ষকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে - মহাপরিচালক

সকল শিক্ষার্থী ও শিক্ষকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো গোলাম ফারুক।

শুক্রবার বিকেলে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অডিটোরিয়ামে সিলেট জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে উপস্থিত সাংবাদিকদের এসব বলেন তিনি।

মহাপরিচালক এসময় আরও বলেন সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করা হচ্ছে এবং সার্বিক বিষয়গুলো বিবেচনা করে প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে। ইতোমধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানেই ছাত্র ছাত্রী শিক্ষক অভিভাবকসহ সবার পরামর্শক্রমে কীভাবে বিদ্যালয়গুলো চালু করা যায় তা ভাবা হচ্ছে গুরুত্ব দিয়ে।

তিনি বলেন, যত দ্রুত সম্ভব স্কুল কলেজ খুলে দেয়ার চেষ্টা করছেন তারা। মতবিনিময় সভায় সিলেটের সকল শিক্ষা কর্মকর্তারা ছাড়াও বিদ্যালয় গুলোর প্রধান শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।