Loading..

মুজিব শতবর্ষ

০১ মার্চ, ২০২১ ০৪:৫৯ অপরাহ্ণ

চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশের করণীয় ও প্রস্তুতি | Zunaid Ahmed Palak

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশনা দিয়েছেন, চতুর্থ শিল্প বিপ্লবের জন্য দক্ষ জনশক্তি অত্যন্ত জরুরি। এর কোনো বিকল্প আমাদের সামনে নেই। সেই নির্দেশক্রমে, আমরা ইতিমধ্যে ৩৯ টি হাইটেক পার্ক নির্মাণ কাজ শুরু করেছি, প্রায় ১০ হাজার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করেছি, আরও ৩৫ হাজার কম্পিউটার ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, ৬৪ টি শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার জেলা পর্যায়ে স্থাপন করা হচ্ছে। এছাড়াও, শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি নামে একটি প্রতিষ্ঠান তৈরির উদ্যোগ নিয়েছি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্পেশালাইজড ল্যাব প্রতিষ্ঠা করা হচ্ছে ও ৩০০ টি নির্বাচনী আসনভিত্তিক 'স্কুল অব ফিউচার' তৈরি করা হচ্ছে। সেন্টার অব ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হচ্ছে। আমরা আইসিটিকে বিবেচনা করছি অক্সিজেন হিসেবে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা, উদ্ভাবন, প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার, কর্মসংস্থান এবং অর্থনীতির উন্নয়নের জন্য আইসিটিকে প্রতিটি জায়গায় আমাদের ব্যবহার করতে হবে। চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কিত সেমিনারে বক্তব্য প্রদান।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি