Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০২ মার্চ, ২০২১ ০৯:৫০ পূর্বাহ্ণ

কম্পিউটারের নিরাপদ ব্যবহার

বর্তমান বিশ্বে, তথ্যপ্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে একটা রাষ্ট্রের পরিচালনা বা নিরাপত্তার প্রত্যেকটা ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জীবনের যেকোনো ক্ষেত্রকে আরো সুন্দর, আরো সহজ, আর আরো দক্ষভাবে পরিচালনা করতে হলে আমাদের তথ্যপ্রযুক্তির সাহায্য নিতে হবে। নেটওয়ার্কের কারণে এখন কেউই আর আলাদা নয়, এক অর্থে সবাই সবার সাথে যুক্ত। এক দিক দিয়ে এটি একটি অসাধারণ ব্যাপার অন্যদিক দিয়ে এটি নতুন এক ধরনের ঝুঁকি তৈরি করেছে।

নেটওয়ার্ক দিয়ে যেহেতু সবাই সবার সাথে যুক্ত,তাই কিছূ অসাধু মানুষ এই নেটওয়ার্কর ভেতর দিয়ে যেখানে তার যাবার কথা নয় সেখানে যাওয়ার চেষ্টা করে। যে তথ্যগুলো কোন কারণে গোপন রাখা হয়েছে সেগুলো দেখার চেষ্টা করে।

যারা নেটওয়ার্ক দাঁড়া করিয়েছেন তারা সবসমযই চেষ্টা করেন কেউ যেন সেটা করতে না পারে।

প্রত্যেকটা কম্পিউটার বা নেটওয়ার্কেরই নিজস্ব নিরাপত্তাব্যবস্থা থাকে কেউ যেন সেই নিরাপত্তার দেয়াল ভেঙে ঢুকতে না পারে তার চেষ্টা করা হয়।

নিরাপত্তার এ অদৃশ্য দেয়ালকে ফায়ারওয়াল বলা হয়।

তারপরও প্রায় সব সময়েই অসাধু মানুষেরা অন্যের এলাকায় প্রবেশ করে তার তথ্য দেখে সরিয়ে নেয় কিংবা অনেক সময় নষ্ট করে দেয়।

  • এ পদ্ধতিকে বলে হ্যাকিং
  • যারা হ্যাকিং করে তাদেরকে বলে হ্যাকার।

কুইবেকের মাইকেল ক্যালসি নামে ১৫ বছর বয়সী এরকম একজন হ্যাকর ২০০০ সালে ডেল, ইয়াহু, আমাজন ই-বে, কিংবা সিএনএনের মতো বড় বড় প্রতিষ্ঠান হ্যাক করে একশ কোটি ডলারের বেশি ক্ষতি করে ফেলেছিল।

আরো দেখুন