Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৩ মার্চ, ২০২১ ০১:৩৬ পূর্বাহ্ণ

মােট উৎপাদন ,গড় উৎপাদন,প্রান্তিক উৎপাদন কাকে বলে? গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্কআলোচনা কর।

মােট , গড় এবং প্রান্তিক উৎপাদন:

মােট উৎপাদন :

বিভিন্ন উপকরণ নিয়ােগের দ্বারা যে উৎপাদন পাওয়া যায় , তাকে মােট উৎপাদন বলে ।


চিত্র:



মােট উৎপাদন ,গড় উৎপাদন,প্রান্তিক উৎপাদন কাকে বলে? || ( What is Total, Average and Marginal Production?) || গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্কআলোচনা কর?

মােট উৎপাদন


চিত্রে TP ( Total Production ) রেখা দ্বারা মােট উৎপাদন বােঝানাে হয়েছে । মাত্র একটি উপকরণ ON পরিমাণ নিয়ােগ করে E বিন্দুতে সর্বোচ্চ NE পরিমাণ মােট উৎপাদন হয় । এখানে ধরে নেওয়া হয়েছে যে উৎপাদনের অন্য উপকরণগুলাে স্থির ( Fixed ) রয়েছে । 


গড় উৎপাদন : 


মােট উৎপাদনের পরিমাণকে মােট উপকরণ বা উপাদান ( শ্রমিক ) দ্বারা ভাগ করলে গড় উৎপাদন পাওয়া যায় । ( এখানে আমরা অন্যান্য উপকরণ স্থির রেখে উপকরণ হিসেবে শ্রমকে নিয়েছি । অন্য উপকরণ নিয়েও গড় উৎপাদন বের করা যায় ) । - 


গড় উৎপাদন = মােট উৎপাদন মােট/ শ্রম উপকরণ 


প্রান্তিক উৎপাদন : 


এক একক উৎপাদনের উপকরণ পরিবর্তনের ( অর্থাৎ শ্রম বা মূলধন ) ফলে উৎপাদনের যে পরিবর্তন হয় , তাকে প্রান্তিক উৎপাদন বলে । শ্রম ব্যবহার করলে শ্রমের বা মূলধন ব্যবহার করলে মূলধনের প্রান্তিক উৎপাদন বলব । অর্থাৎ এক একক মূলধন বা এক একক শ্রম বা একজন শ্রমিক বৃদ্ধির ফলে মােট উৎপাদনের যে পরিবর্তন হয় , তাকে প্রান্তিক উৎপাদন বলে । 


উদাহরন:


কমল বাবু তার এক বিঘা জমিতে ১০ জন শ্রমিক নিয়ােগ করে ৬০০ কুইন্টাল গম উৎপাদন করেন । এখানে গড়ে শ্রমিকপ্রতি ৬০ কুইন্টাল গম উৎপাদন হয় । শ্রমিক প্রতি এই ৬০ কুইন্টাল গম উৎপাদনকে গড় উৎপাদন বলে । পরের মৌসুমে ১১ জন শ্রমিক নিয়ােগ করে ৬৫৫ কুইন্টাল গম উৎপাদন হয় । এখানে গত বছরের তুলনায় উৎপাদন বৃদ্ধি পায় ৫৫ কুইন্টাল । এই ৬৫৫ - ৬০০ = ৫৫ কুইন্টাল গম উৎপাদনকে প্রান্তিক উৎপাদন বলে । অর্থাৎ অতিরিক্ত একজন ( ১১ তম ) শ্রমিক নিয়ােগ করায় উৎপাদন বাড়ল ৫৫ কুইন্টাল । ১১ তম শ্রমিক হলাে প্রান্তিক শ্রমিক । সুতরাং প্রান্তিক শ্রমিকের উৎপাদন হলাে ৫৫ কুইন্টাল । তাহলে এখানে ৬০০ কুইন্টাল হচ্ছে ১০ জন শ্রমিকদের মােট উৎপাদন , ৬০ কুইন্টাল হচ্ছে শ্রমিক প্রতি গড় উৎপাদন এবং ৫৫ কুইন্টাল হচ্ছে ১১ তম শ্রমিকের প্রান্তিক উৎপাদন । 


গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক : 

উৎপাদন - ব্যবস্থায় গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক রয়েছে ।  চিত্রে AP হচ্ছে গড় উৎপাদন রেখা এবং MP হচ্ছে প্রান্তিক উৎপাদন রেখা । 


গড় এবং প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক চিত্রের সাহায্যে উপস্থাপন করা হলাে



মােট উৎপাদন ,গড় উৎপাদন,প্রান্তিক উৎপাদন কাকে বলে? || ( What is Total, Average and Marginal Production?) || গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্কআলোচনা কর?

গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক 


চিত্রে দেখা যাচ্ছে - 


১. প্রান্তিক উৎপাদন বাড়তে থাকলে গড় উৎপাদনও বাড়তে থাকে । অর্থাৎ প্রান্তিক উৎপাদন যখন গড় উৎপাদনের চেয়ে বেশি থাকে , তখন গড় উৎপাদন বাড়ে । এ জন্য প্রান্তিক উৎপাদন রেখা গড় উৎপাদনের উপরে থাকে । চিত্রে ON উপকরণ নিয়ােগ স্তরে প্রান্তিক উৎপাদন , গড় উৎপাদনের চেয়ে বেশি । 


২. প্রান্তিক উৎপাদন যখন গড় উৎপাদনের উপরে থাকে এবং কমতে থাকে , তখন গড় উৎপাদন কম হারে বাড়ে । এ অবস্থায় কিছুদূর পর্যন্ত গড় উৎপাদন রেখা প্রান্তিক উৎপাদন রেখার নিচে থাকে এবং বাড়তে থাকে । চিত্রে ON , উপকরণ নিয়োেগ স্তরে গড় উৎপাদন , প্রান্তিক উৎপাদনের চেয়ে বেশি হলেও তা কমছে । ON পর্যায়ে এসে আমরা দেখছি যে প্রান্তিক উৎপাদন ও গড় উৎপাদন পরস্পর সমান হয়েছে । এরপর থেকে গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন উভয়ই হ্রাস পেতে থাকে এবং প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে কম থাকে । -


 


৩. গড় উৎপাদন যখন সবচেয়ে বেশি হয় , প্রান্তিক উৎপাদন রেখা তখন গড় উৎপাদন রেখার সর্বোচ্চ বিন্দুকে ছেদ করে । অর্থাৎ গড় উৎপাদনের সর্বোচ্চ বিন্দুতে গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন সমান হয় । চিত্রে ON উপকরণ নিয়ােগ স্তরে E বিন্দুতে গড় ও প্রান্তিক উৎপাদন সমান । 1 NE ( গড় উৎপাদন = প্রান্তিক উৎপাদন ) গড় ও প্রান্তিক উৎপাদন MP AP O N X N , N2 শ্রম / উপকরণ নিয়ােগ গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক চিত্রে ভূমি অক্ষে ( ox ) শ্রম অথবা উপকরণ নিয়ােগ এবং লম্ব অক্ষে ( or ) শ্রম বা উপকরণের গড় ও প্রান্তিক উৎপাদন দেখানাে হয়েছে । ON পরিমাণ উপকরণ নিয়ােগের পূর্বে ON , উপকরণ নিয়োেগ স্তরে MP , AP উভয়ই বৃদ্ধি পায় , তবে MP বেশি হারে বৃদ্ধি পায় । এ অবস্থাকে উৎপাদনের ক্রমবর্ধমান স্তর বলে । এরপর ON উপকরণ নিয়ােগ স্তরে AP সর্বোচ্চ হয় এবং AP ও MP সমান হয় । এই সংক্ষিপ্ত স্তরে প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে বেশি কিন্তু ক্রমহ্রাসমান অন্যদিকে এই স্তরে পড় উৎপাদন ক্রমবর্ধমান এবং সর্বোচ্চ মাত্রার দিকে ধাবিত হয় । আবার ON উপকরণ নিয়ােগের পর যেমন ON , উপকরণ নিয়ােগ স্তরে AP , MP উভয় কমতে থাকে , তবে AP- এর চেয়ে MP বেশি হারে কমে । অতএব গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের মধ্যে তিন ধরনের সম্পর্ক হচ্ছে প্রান্তিক উৎপাদন প্রথম পর্যায়ে গড় উৎপাদনের চেয়ে বেশি ( ON পর্যন্ত ) , তারপর প্রান্তিক উৎপাদন ON উপকরণ নিয়ােগ স্তরে এসে গড় উৎপাদনের সমান হয় এবং পরবর্তী সময়ে প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে কম হয় ( NN পর্যন্ত ) ।

আরো দেখুন