Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৪ মার্চ, ২০২১ ১১:০৯ অপরাহ্ণ

একচেটিয়া বাজারে ভারসাম্য অর্জন কিভাবে হয়?

একচেটিয়া বাজারে ভারসাম্য অর্জন করতে হলে প্রথমে দুটি শর্ত মেনে চলতে হয় যেমন-


প্রথম বা প্রয়োজনীয় শর্তঃ ভারসাম্য অবস্থায় ফার্মের প্রান্তিক আয় (MR) ও প্রান্তিক ব্যয়(MC) সমান হয়। অর্থাৎ   


                             MR=MC হবে।  


দ্বিতীয় বা পর্যাপ্ত শর্তঃ ভারসাম্য বিন্দুতে MC রেখার ঢাল > MR রেখার ঢাল। অর্থাৎ MC রেখা MR কে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে যাবে।


স্বল্পকালে একচেটিয়া বাজারে  AC রেখার অবস্থানের উপর ফার্মের মুনাফা নির্ভর করে। যেমন -


 

অতিরিক্ত শর্ত P= AC হলে, ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে। 


একচেটিয়া বাজারে স্বাভাবিক মুনাফা


উপরুক্ত চিত্রের সাপেক্ষে নিচে ব্যাখ্যা দেওয়া হলো-



এখানে,

TR = মোট আয়

TC = মোট ব্যয় 

MR = প্রান্তিক আয়

MC = প্রান্তিক ব্যয় 

AR = গড় আয়

AC = গড় ব্যয় 

P = দাম 

> = বড় মান  

< = ছোট মান 

Q = উৎপাদনের পরিমাণ 


চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম, প্রান্তিক আয় ও গড় আয় দেখানো হয়েছে। চিত্রে  বিন্দুতে দুটি ভারসাম্য ভারসাম্য শর্ত পালন হয়েছে যেমন -


প্রথম শর্ত প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় সমান হয়েছে, দ্বিতীয় শর্ত MC রেখার ঢাল > MR রেখার ঢাল এবং MC রেখা MR কে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে গিয়েছে। ফলে E বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে। E হল ভারসাম্য বিন্দু। 


 


স্বল্পকালে একচেটিয়া বাজারে ফার্ম যদি এমন ভাবে উৎপাদন কাজ পরিচালনা করে দাম P ও গড় ব্যয় AC যদি সমান হয় অর্থাৎ P = AC ধরা হয় তাহলে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে। এখানে P = AC  অতিরিক্ত শর্ত পালন হওয়ায় অস্বাভাবিক মুনাফা অর্জন হয়েছে। 


এখানে, মোট আয় TR = দাম P × উৎপাদনের পরিমাণ Q


          মোট ব্যয় TC = গড় ব্যয় AC × উৎপাদনের পরিমাণ Q


সুতরাং মুনাফা   = TR - TC 


                    = OPEM - OPEM


            .

          .   .  π = 0 


মুনাফা শূন 0 হওয়ায় এখানে স্বাভাবিক মুনাফা অর্জন হয়েছে। একচেটিয়া বাজারে মোট আয় ও মোট ব্যয় সমান হলে মনাফা শূন্য হয়। যার ফলে উদ্যোক্তা স্বাভাবিক মনাফা অর্জন করে। 


পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্ষতি স্বীকার করে উৎপাদন কাজ চালিয়ে যাওয়ার চিত্র।

আরো দেখুন