Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২০ মার্চ, ২০১৫ ১২:০০ পূর্বাহ্ণ

সোডিয়াম একটি ইলেকট্রন ক্লোরিণকে দিয়ে ক্যাটায়ন আয়নে পরিণত হয় (সম্পূর্ণ ছবিটি দেখার জন্য ছবির উপর ক্লিক করুন)

সোডিয়াম পরমাণুর সর্বশেষ কক্ষপথে একটিমাত্র ইলেকট্রন থাকে ফলে সে চায় এই একটি ইলেকট্রন ত্যাগ করে স্থিতিশীল অবস্থায় পৌছাতে। অন্য দিকে ক্লোরিন পরমাণুর শেষ কক্ষপথে থাকে ৭টি ইলেকট্রন। সে একটি গ্রহন করতে চায়। এভাবে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন আয়ন এবং ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহন করে অন্যানায়ন আয়নে পরিনত হয়।

আরো দেখুন