Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৫ এপ্রিল, ২০২১ ১০:৫৮ অপরাহ্ণ

চিত্রসহ-বার্ণিজ্য-চক্রের-বিভিন্ন-পর্যায়-ব্যাখ্যা-কর

দীর্ঘকালে উংপাদন, ভোগ, বিনিয়োগ, দাম স্তর, নিয়োগ ইত্যাদি চলকসমূহ নিয়মিত বা অনিয়মিতভাবে পরিবর্তিত হতে পারে। অর্থনীতির দৈনন্দিন কার্যাবলি পরিচালনার ক্ষেত্রে স্বাভাবিক নিয়মেই উপরোক্ত চলকগুলো পরিবর্তিত হয়। এই চলকগুলো একে অপরের সাথে নিবিড় সম্পর্কে আবদ্ধ। এমতাবস্থায় একটি চলকের উঠা-নামা দ্বারা অন্যান্য চলকগুলো প্রভাবিত হয়ে অর্থনৈতিক কার্যাবলির সময় পথে তরঙ্গে সৃষ্টি করে, যা অর্থনীতিতে বাণিজ্য চক্র নামে পরিচিত।


প্রমাণ্য সংজ্ঞা:

Paul A. Samuelson and Nordhaus এর মতে : বাণিজ্য চক্র হল সামগ্র অর্থনীতি ব্যাপী মোট জাতীয় উৎপাদন, জাতীয় আয় এবং নিয়োগের উত্থান পতন যা সাধারণত ২ থেকে ১০ বছর পর্যন্ত স্থায়ী হয় এবং এর ফলে অর্থনীতির বেশীর ভাগ সেক্টরের ব্যাপক সম্প্রসারণ বা সংকোচন দেখা যায়।


অধ্যাপক মিচেল এর মতে : বাণিজ্য চক্র হল সুসংগঠিত সমাজগুলোর অর্থনীতিক কার্যাবলীর এক ধরনের উঠা- নামা।


অধ্যাপক কিন্সের মতে : বাণিজ্য চক্র হল একাধিক্রমে উধ্বগামী দামস্তর ও স্বল্প কর্মহীনতা বিশিষ্ট ব্যবসা- বাণিজ্যেও সুসময় এবং নিম্ন দামস্তর ও উচ্চ কর্মহীনতা বিশিষ্ট ব্যবসা-বাণিজ্যেও দুঃসময় নির্দেশক চক্র।


উপরোক্ত আরৈাচনা থেকে বলা যায়, বাণিজ্য চক্র হল নির্দিষ্ট সময়কাল ব্যাপী পরপর একাধিক্রমে ব্যবসা-বাণিজ্য তথা কারবারের সমৃদ্ধি ও মন্দা নিয়মিত আবর্তন। এই বাণজ্য চক্রের ফলে একই সঙ্গে দেশে মোট উৎপাদন, মোট নিয়োগ, আয়স্তর , দামস্তর, মজুরী, সুদের হার, মুনাফা ইত্যাদিও হ্রাস-বৃদ্ধি ঘটে


উপরের চিত্রে ভূমি অক্ষে সময় এবং লম্ব অক্ষে অর্থনৈতিক কার্যাবলীর বিভিন্ন স্তর ( দামস্তর, নিয়োগ স্তর, ভোগ স্তর ইত্যাদি) দেখানো হয়েছে। TC হল বাণিজ্য চক্র রেখা। এই রেখার দুটি মোড়/বাঁক হল A ও B । TC বাণিজ্য চক্র রেখার দুটি মোড় A ও B অনুসারে বাণিজ্য চক্রের চারটি পর্যায় পাওয়া যায়। পর্যায় গুলো হলো মন্দা (A বিন্দুতে) পুনঃরুত্থান, সমৃদ্ধি (B বিন্দুতে) এবং অবনতি। চিত্রে EA রেখাটি হলো অর্থনৈতিক অবস্থা নির্দেশক রেখা (Trend line)


ধরা যাক প্রথম অবস্থায় অর্থনীতিতে মন্দা পরিস্থিতি রিবাজ করে যা চিত্রে A বিন্দু দ্বারা দেখানো হয়েছে। মন্দার পরে অর্থনীতি পুনঃরায় সমৃদ্ধির পথে অগ্রসর হয়। চিত্রে A এবং B বিন্দুর মধ্যবতী অংশ অর্থনীতির পুনঃরুত্থান দেখানো হয়েছে। পুনঃরুত্থানের মধ্য দিয়ে অর্থনীতি সমৃদ্ধিও সর্বোচ্চ স্তরে পৌঁছে যা চিত্রে B বিন্দু দ্বারা  দেখানো হয়েছে। সমৃদ্ধির পরে অর্থনীতি পুরঃরায় মন্দা দিকে অগ্রসর হয় যাকে বলা হয় অবনতি। চিত্রে B এবং A বিন্দুর মাঝখানে অবনতি দেখানো হয়েছে। অবনতির পথ ধরে অর্থনীতি মন্দা অবস্থায় পৌঁছে। মন্দার পরে অর্থনীতি পুরঃরায় সমৃদ্ধির পথে অগ্রসর হয়। এইভাবে তরঙ্গর ন্যায় পথ ধরে অর্থনীতির বাণিজ্যিক কার্যক্রম অগ্রসর হয়।

আরো দেখুন