Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৫ এপ্রিল, ২০২১ ১১:৫৭ অপরাহ্ণ

টোকাই, এরাও মানুষ।

বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম ও দেশের বিভিন্ন শহরে এদের দেখা মিলে। এরা টোকাই। এরা এতিম। দুনিয়ায় এদের আপন বলতে কেউ নেই। পাঁচ থেকে দশ বা বার, তের বছরের একটি ছেলে যার কিনা কেউ নেই। থাকার কোন জায়গা নেই, খুজে বা পেয়ে একবেলা খাবার জুটলে পরবর্তীতে আর জুটবে কিনা তার কোন হদিস নেই। পরনে একটিমাত্র ছেঁড়া কাপড়। দুই বা এক মাসে একবার গোসল করে কিনা তাতে সন্দেহ আছে। মনুষ্য স্বভাবের সাথে মিল না থাকলেও এরা কিন্তু মানুষ। এরা টোকাই। এরা টোকাইয়া খায়, এরা টোকাইয়া পড়ে, এরে জায়গা টোকাইয়া ঘুমায়। এদের নিজের বলতে কিছুই নেই। বড়লোকের যে ছেলেটা যে মেধা নিয়ে ডাক্তার হয়েছে তার থেকেও বেশী মেধা অনেক টোকাইয়ের থাকে কিন্তু ওরা থেকে যায় মূর্খ, মুটে বা সন্ত্রাসী। যেখানে খুঁজে ফিরে, চেয়ে পেয়ে, খোলা আকাশে কুকুরের সাথে দিন রাত কাটে; কুকুরকে যেমন দূর দূর করে তাড়ায় ওরাও তেমনি বিতাড়িত হয়, সেখানে ওদের কি দোষ ? 

আরো দেখুন