Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৬ এপ্রিল, ২০২১ ১১:১১ অপরাহ্ণ

"মুজিবের তর্জনী" --মুজিব একটি কাব্যগ্রন্থ, মুজিবের তর্জনী এর একটি কবিতা।

মুজিবের তর্জনী

গহীন মিশমিশে অন্ধকার, চলে নির্বিচারে জুলুম অত্যাচার।

হত্যাযজ্ঞে পড়ে লাশের উপর লাশের স্তুপ।

আকাশে বাতাসে সন্তানহারা মায়ের ক্রন্দন রোল

বোনের আহাজারী, ভাইয়ের বুকের রক্তক্ষরণ।

কতই ভয়ংকর ঐ কালো রজনী।

গর্জে ওঠে দেখ ঐ মুজিবের তর্জনী।

বিশ্ব কাঁপানো হুঙ্কার, গর্জে ওঠে বারবার।

দুশমনেরা সব পিছু হটে ত্রাসে,

আর নয় ভয় শত্রুর করাল গ্রাসে।

কেটে যাবে আধাঁর, চলে যাবে শনি।

গর্জে ওঠে দেখ ঐ মুজিবের তর্জনী।

আরো দেখুন