Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৯ এপ্রিল, ২০২১ ০৬:৫৬ পূর্বাহ্ণ

মেসি যদি বার্সেলোনায় না খেলতেন…

মেসি যদি বার্সেলোনায় না খেলতেন, তাহলে কী হতো?
 
এ প্রশ্নের উত্তর সরাসরি বলা কঠিন। লা মেসিয়ার স্বর্ণযুগের সময়টা শুধু মেসি না থাকলেও যে বার্সেলোনা সাফল্য পেত, তাতে সন্দেহ নেই। তবে সে সাফল্য সর্বকালের অন্যতম সেরা দলগুলোর একটি বানিয়ে দেওয়ার মতো হতো কি না সন্দেহ থেকে যায়।
 
বার্সেলোনার হয়ে ১০টি লা লিগা ও ৪টি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন মেসি। এর মধ্যে একটি লিগ ও একটি চ্যাম্পিয়নস লিগ ছাড়া বাকি সব কটিতেই সরাসরি অবদান ছিল। তাই মেসি বার্সেলোনায় না থাকলে কাতালান ক্লাবের ট্রফি ক্যাবিনেটে যে বর্তমানের চেয়ে শূন্যস্থান বেশি থাকত, তাতে সন্দেহ নেই।
 
মেসি বার্সেলোনায় না থাকলে আরেকটি ব্যাপারও হতো। আর তা হলো সের্হিও রামোসের ট্রফি ক্যাবিনেটে থাকা মেডেলের সংখ্যা বাড়ত।

আরো দেখুন