Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৩ এপ্রিল, ২০২১ ১১:৫৮ অপরাহ্ণ

এই দেশ এই মানুষ

প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে বাংলা বর্ষ বিদায় ও নতুন বছরকে বরণ করতে উৎসবটি পালন করা হয়। তিন দিনব্যাপী এই উৎসবে আজ রোববার উদযাপন করা হচ্ছে ফুলবিজু। আগামীকাল মূলবিজু ও মঙ্গলবার গোজ্যেপোজ্যে দিন উদযাপন করা হবে। করোনা সংক্রমণ রোধে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ঘোষণা দেওয়া হয়েছে, পার্বত্য চট্টগ্রামের পাহাড়িরা যেন সবাই নিজ নিজ ঘরে থেকে এই উৎসব পালন করেন।

এই উৎসব চাকমারা বিজু, মারমারা সাংগ্রাই, তনচংগ্যারা বিষু এবং ত্রিপুরারা বৈসুক নামে পালন করে। উৎসবের প্রথম দিন চাকমারা ফুলবিজু, মারমারা পাইংছোয়াই, ত্রিপুরারা হারিবৈসুক, দ্বিতীয় দিন চাকমারা মূলবিজু, মারমারা সাংগ্রাইং আক্যা, ত্রিপুরারা বৈসুকমা ও তৃতীয় দিন চাকমারা গোজ্যেপোজ্যে দিন, মারমারা সাংগ্রাইং আপ্যাইং ও ত্রিপুরারা বিসিকাতাল নামে উদযাপন করে। উৎসবে প্রাণে প্রাণে তৈরি হয় উচ্ছ্বাসের বন্যা। সম্মিলন ঘটে পাহাড়ে বসবাসকারী সব জাতিগোষ্ঠী মানুষের।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি