Loading..

উদ্ভাবনের গল্প

১৮ এপ্রিল, ২০২১ ০৩:৪৯ অপরাহ্ণ

আলো আসবেই

এই গল্পে তোলে আনা হয়েছে, একটা বিদ্যালয়ের একজন শিক্ষক কিভাবে বার বার ব্যর্থতার পরও তার প্রতিষ্ঠানের জন্য ইন্টারন্যাশনাল স্কুলস্ এ্যাওয়ার্ড এর মতো একটা প্র্যাস্টিজিয়াস এ্যাওয়ার্ড পেতে শেষ মুহুর্ত পর্যন্ত লড়ে গিয়েছিল। শুরুতে অনভিজ্ঞতা ও আইসিটি বিষয়ে দক্ষতার অভাব তাকে সামনে এগিয়ে যেতে বাধার সৃষ্টি করেছিল। কিন্ত তাঁর ভেতরের হার না মানার এক দূর্দমনীয় মনোভাব তাকে সফলতার বন্দরে পৌঁছে দিয়েছিল। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি তাঁর শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ, সহকর্মীদের নেতৃত্বদানের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নিজের পেশাগত দক্ষতারও দারুন বিকাশ সাধন করতে পেরেছিলেন। যার ফলে, সংশ্লিষ্ট বিষয়ে তাঁর দীর্ঘস্থায়ী জ্ঞান অর্জিত হয় এবং এর ফলশ্রুতিতে অন্যান্য বিদ্যালয়কেও তিনি মেন্টরিংয়ের মাধ্যমে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছিলেন।