Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২১ এপ্রিল, ২০২১ ০৩:৪৮ অপরাহ্ণ

পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাগুলোর (ইলেকট্রন ও প্রোটন) মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মই হচ্ছে আধান বা চার্জ।

পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাগুলোর (ইলেকট্রন ও প্রোটন) মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মই হচ্ছে আধান বা চার্জ।

 নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল এদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে।

 অসীম দূরত্ব থেকে প্রতি একক ধনাত্মক আধানকে তড়িেক্ষত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল বলে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি