Loading..

ম্যাগাজিন

০৭ মে, ২০২১ ০২:০০ অপরাহ্ণ

মমতা ব্যানার্জীর জানা-অজানা নানা কথাঃ...; মোছাঃ মারুফা বেগম, প্রধান শিক্ষক, ডিমলা, নীলফামারী।

 

একজন মমতা ব্যানার্জীর জানা-অজানা নানা কথাঃ-

1. মমতার জন্ম = ৫ই.জানুয়ারি, ১৯৫৫

2. মমতার জন্মস্থান = বীরভূমের তারাপীঠে

3. মমতার বাসস্থান = পটুয়াপাড়া. কালিঘাট(দক্ষিন কোলকাতা)

4. কোন পরিবারে মমতার জন্ম = নিম্ন মধ্যবিত্ত ব্রাহ্মন পরিবারে

5. মমতার মাতার নাম = গায়ত্রী দেবী

6. মমতার পিতার নাম = প্রমিলেশ্বর বন্দ্যোপাধ্যায়

7. মমতার বাবার মৃত্য = মমতার ১৭ বছর বয়সে চিকিৎসার অভাবে

8. মমতার শিক্ষা = ইতিহাসে অনার্স, ইসলামিক ইতিহাসে M.A.এবং L.L.B.(ক.বি.)

9. মমতার ডিগ্রি কলেজ = যোগমায়াদেবী

10. মমতার Law কলেজ = যোগেন্দ্রচন্দ্র কলেজ

11. মমতার শখ = ছবি আঁকা ও কবিতা লেখা

12. মমতার পেশা = পাড়ার হরিনঘাটা দুধের কাউন্টারে ২৫ টাকা মাস মাইনের সেলস গার্ল. পরবর্তীকালে সক্রিয় রাজনীতি.

13. মমতার জীবন যাপন ও পোষাক = অত্যন্ত সাধারন/সাদামাটা

14. মমতার রাজনীতিতে প্রবেশ = ১৯৭০ তে ছাত্র পরিষদের হাত ধরে যোগ-মায়াদেবী কলেজে ছাত্র সংগঠন স্থাপন

15. মমতা পঃবঙ্গ মহিলা কংগ্রেসের সভানেত্রী হন = ১৯৭৬

16. সর্বপ্রথম কোনো নির্বাচনে মমতা জয়লাভ করেন = ১৯৮৪ লোকসভা নির্বাচনে

17. সর্বকনিষ্ঠ MP (বর্তমানে মহিলা MP) হিসাবে মমতা নির্বাচিত হন = ১৯৮৪

18. যাকে পরাজিত করে সর্বকনিষ্ঠ MP হিসাবে মমতা নির্বাচিত হন=সোমনাথ চট্টোপাধ্যায় [CPM(I)]

19. যে কেন্দ্র থেকে মমতা সর্বপ্রথম কোনো নির্বাচনে জয়লাভ করেন=যাদবপুর

20. মমতা যুব কংগ্রেসের সভানেত্রী হন =১৯৮৮

21. দক্ষিন কোলকাতা লোকসভা কেন্দ্র থেকে সর্বপ্রথম মমতা নির্বাচনে জয়লাভ করেন=1991

22. দক্ষিন কোলকাতা লোকসভা কেন্দ্র থেকে মমতা কতবার জয়লাভ করেন=7বার(91,96,98,99,04,09)

23. কেন্দ্রে প্রথম মহিলা হিসাবে মমতা মানব সম্পদ উন্নয়ন,ক্রীড়া ও যুবকল্যান দপ্তরের রাষ্ট্রমন্ত্রী হন=1991

24. কেন্দ্রে প্রথম কোনো মন্ত্রক থেকে মমতা পদত্যাগ করেন=1993

25. কংগ্রেস-CPI(M) গোপন আঁতাতের অভিযোগ তুলে মমতা কংগ্রেস ত্যাগ করেন=1997

26. মমতা পৃথক তৃনমূল কংগ্রেস গঠন করেন=1997

27. মমতার তৃনমূল কংগ্রেস দল নির্বাচন কমিশনের স্বীকৃতিলাভ করে=1লা জানু.1998***

28. 1998সালের দ্বাদশ লোকসভা নির্বাচনে মমতার তৃনমূল কং দল কটি আসনে জয়লাভ করে=7টি

29. 1999 সালের ত্রয়োদশ লোকসভা নির্বাচনে মমতার তৃনমূল কং দল কটি আসনে জয়লাভ করে=8টি

30. প্রথম NDA জোটে মমতা যোগদান করেন=1999

31. NDA জোটে যোগদান করে মমতা প্রথম রেলমন্ত্রী হন=1999

32. কেন্দ্রে রেলমন্ত্রী হিসাবে মমতার প্রথম রেলবাজেট পেশ করেন=2000

33. সর্বপ্রথম রেলমন্ত্রী হিসাবে শিয়াদহ-নিউদিল্লি রাজধানী এক্সপ্রেস চালু করেন=মমতা

34. মমতা রেকর্ড সংখ্যক(19টি) নতুন ট্রেন চালু করেন=2000-2001

35. তেহেলকা কান্ডের জন্য NDA থেকে মমতা সমর্থন প্রত্যাহার করেন=2001

36. CPI(M)কে পঃবঙ্গ থেকে ক্ষমতাচ্যুত করার জন্য মমতার কংগ্রেসের সঙ্গে জোট=2001

37. 2001 সালের ত্রয়োদশ পঃ বঙ্গ বিধানসভা নির্বাচনে মমতার তৃনমূল কংগ্রেস দল কটি আসন পায়=60টি(226টি লড়াই করে)

38. কংগ্রেসের সঙ্গে মনোমালিন্যের কারনে পুনরায় মমতার NDAকে সমর্থন=জানু.2004

39. প্রথম মহিলা হিসাবে মমতা কয়লা ও খনি মন্ত্রী হন = জানু.2004(20শে মে পর্যন্ত)

40. তৃনমূল কংগ্রেসের একমাত্র MP হিসাবে মমতার জয়লাভ = 2004(চতুর্দশ লোকসভা)***

41. জোর করে জমি অধিগ্রহনের বিরুদ্ধে বুদ্ধদেব সরকারের বিরুদ্ধে মমতার আন্দোলন শুরু=2005

42. 2006 সালের চতুর্দশ পঃ বঙ্গ বিধানসভা নির্বাচনে মমতার তৃনমূল কংগ্রেস দল কটি আসন পায়=30টি(257টিতে লড়াই করে)

43. সিঙ্গুরে জোর করে জমি অধিগ্রহনের বিরুদ্ধে মমতার আন্দোলন শুরু=18ই জুলাই.2006

44. সিঙ্গুরে জোর করে জমি অধিগ্রহনের বিরুদ্ধে মমতার বিধানসভায় প্রবেশ এবং তৃনমূল বিধায়কদের বিধানসভা ভাঙচুর=2006

45. নন্দীগ্রামে SEZ গঠন ও কেমিক্যাল হাব স্থাপনের বিরুদ্ধে ভূমি উচ্ছেদ কমিটির আন্দোলনকে মমতার সমর্থন=মার্চ.2007

46. সিঙ্গুরে জমি আন্দোলন যোগ দিতে গিয়ে পুলিশের হাতে মমতা নিগৃহীত=29শে Nov.2007

47. সিঙ্গুরে জোর করে জমি অধিগ্রহনের বিরুদ্ধে বাইপাসে মমতার অনশন শুরু=3রা Dec.2007

48. 26দিন পর রাজ্যপালের আশ্বাসে মমতার অনশন ভঙ্গ=28শে Dec.2007

49. নন্দীগ্রামে CPI(M) এর সঙ্গে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সংঘর্ষে মমতার কমিটিকে সমর্থন=মে.2008

50. সপ্তম পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুর ও দক্ষিন24পরগনা জেলা পরিষদ সহ মমতার দলের ব্যাপক সাফল্যলাভ=জুন. 2008

51. সিঙ্গুরে জোর করে জমি অধিগ্রহনের বিরুদ্ধে ফের মমতার অনশন শুরু=24শে Aug.2008

52. পুনরায় মমতা কংগ্রেসের নেতৃত্বে UPA জোটে সামিল=2009

53. 2009 এর পঞ্চদশ লোকসভা নির্বাচনে মমতার তৃনমূলের জয়লাভ=19টি আসনে

54. দ্বিতীয়বার রেলমন্ত্রী হিসাবে মমতার শপত গ্রহন=2009

55. ভারতে প্রথম দূরন্ত এক্সপ্রেস ও লেডিজ স্পেশাল ট্রেনের সুচনা করেন=মমতা

56. রেলমন্ত্রী থেকে পুনরায় মমতার পদত্যাগ করেন=2011(পঃবঙ্গের মুখ্যমন্ত্রী নিযুক্ত হবার কারনে)

57. কোলকাতা ও বিধাননগর পৌর নির্বাচনে মমতার দলের জয়লাভ=2010

58. কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে পঃবঙ্গ থেকে 34বছরের বাম সরকারকে উৎখাত=2011

59. 2011-র বিধানসভার নির্বাচনে তৃনমূল কংগ্রেসের মোট আসন=184

60. প্রথমবার পঃবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী(অষ্টম) হিসাবে মমতার শপত গ্রহন=20শে মে.2011

61. ক্যাবিনেটের প্রথম মিটিং-এ সিঙ্গুরের অনিচ্ছুক চাষীদের 400একর জমি ফেরতের জন্য মমতার সিধান্ত ঘোষনা=20শে মে.2011

62. সিঙ্গুরের অনিচ্ছুক চাষীদের 400একর জমি ফেরতের জন্য মমতার বিধানসভায় আইন পাস=13ই জুন.2011

63. শিক্ষক-শিক্ষিকাদের মাস পয়লা বেতন ও দ্রুত পেনশনের জন্য মমতা সিধান্ত নেন=জুন.2011

64. দার্জিলিং সমস্যার সমাধানের জন্য মমতা পৃথক GTA গঠন করেন=2011

65. বৃষ্টির জল সংরক্ষন করে পরে ব্যবহার করার জন্য মমতার “জল ধরো,জল ভরো” প্রকল্প গ্রহন=2011

66. মহিলারা যাতে নির্ভয়ে ও নিঃসঙ্কোচে থানায় অভিযোগ জানাতে পারে এবং তাদের নিরাপত্তা রক্ষিত হয় তার জন্য মমতার “মহিলা থানা” স্থাপনের প্রকল্প গ্রহন=2011

67. পঃবঙ্গের কৃষক ও চাষীরা যাতে তাদের কৃষিজাত দ্রব্য ন্যায্যমূল্যে বিক্রি করতে পারে তার জন্য মমতার 341টি ব্লকে একটি করে “কিষান মান্ডি স্থাপন” করার প্রকল্প গ্রহন=2012

68. রাজ্যের জনগনকে ন্যায্য মূল্যে ঔষধ কেনার সুযোগ করে দেবার জন্য মমতার“ন্যায্য মূল্যের ঔষধের দোকান” স্থাপনের প্রকল্প গ্রহন=2012

69. আসানসোলে মমতার রাজ্যের প্রথম মহিলা থানা স্থাপন/উদ্বোধন=জানু.2012

70. FDI প্রশ্নে মতবিরোধের কারনে দ্বিতীয় UPA থেকে মমতার সমর্থন প্রত্যাহার=2012

71. প্রথম কালামকে এবং পরে প্রনববাবুকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে মমতার সমর্থন=2012

72. টাইম ম্যাগাজিনের বিচারে বিশ্বের 100 জন ব্যক্তির মধ্যে মমতাকে একজন প্রভাবশালী ব্যক্তির শিরোপা=2012

73. ব্লুমবার্গ মার্কেট ম্যাগাজিনের বিচারে বিশ্ব অর্থনীতির 50 জন ব্যক্তির মধ্যে মমতাকে একজন প্রভাবশালী ব্যক্তির শিরোপা=2012

74. বিভিন্ন অসুখের স্বল্প মূল্যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা(MRI,সিটি স্ক্যান,এক্সরে,সব রকম রক্ত পরীক্ষা) করার জন্য মমতার ন্যায্য “মূল্যের প্যাথলজি সেন্টার” স্থাপন=2013

75. স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সম্মানজনকভাবে জীবিকা নির্বাহের ব্যবস্থা করার জন্য মমতার“মুক্তিধারা” প্রকল্প গ্রহন=2013

76. বিশেষ শিশুদের জন্য হিউম্যান মিল্ক ব্যাঙ্ক স্থাপনের জন্য মমতার “মধুর স্নেহ” প্রকল্প গ্রহন=2013

77. নারী শিক্ষার প্রসার,বাল্য বিবাহ রোধ এবং নারী পাচার রোধের জন্য 18 বছরের উর্দ্ধে বয়স্ক কন্যাদের জন্য মমতার “কন্যাশ্রী” প্রকল্প গ্রহন=2013

78. প্রতি বছর কন্যাশ্রী দিবস পালন করার কথা মমতার ঘোষনা=14ই আগস্টকে.

79. বেকার যুবক ও যুবতীদের কর্ম সংস্থানের তথা স্বনির্ভর করার জন্য উদ্যোগ ভাতা প্রদানের উদ্দেশ্য মমতার “যুবশ্রী” প্রকল্প গ্রহন=2013

80. সারদা চিটফান্ড(আর্থিক কেলেঙ্কারি)তে মমতার দলের নেতা মন্ত্রীদের জড়িত থাকার অভিযোগ=এপ্রিল.2013.

81. সারদা আর্থিক কেলেঙ্কারি জড়িত থাকার অভিযোগ সত্ত্বেও পঞ্চায়েত নির্বাচনে মমতার দলের 15টি জেলা পরিষদে জয়লাভ=2013

82. প্রকৃতিক দুর্যোগের হাত থেকে অর্থাৎ ক্ষতির হাত থেকে কৃষক ও চাষীদের বাঁচাতে শস্য বীমার জন্য মমতার “আমার ফসল আমার গোলা” প্রকল্প গ্রহন=2014

83. বাংলার ক্ষুদ্র,ছোট ও হস্তশিল্পের উন্নতি ও প্রসার সাধনের জন্য মমতার “বিশ্ব বাংলা” প্রকল্প গ্রহন=2014

84. তফশিলী জাতি ও উপজাতি ছাত্রছাত্রীদের শিক্ষার উন্নতি সাধনের জন্য সরকারি আর্থিক সাহায্য দানের উদ্দেশ্য মমতার “শিক্ষাশ্রী” প্রকল্প গ্রহন=2014

85. যে সব পরিবারের মাসিক আয় 25 হাজার বা তার কম সেই সব পরিবারের বেকারদের ছোট বাস,ট্যাক্সি,ম্যাটাডোর কেনার জন্য 1লক্ষ টাকা সরকারী সাহায্যের উদ্দেশ্য মমতার “গতিধারা” প্রকল্প গ্রহন=2014

86. যে সব মানুষ কোন প্রকল্পে 20দিন কাজ করছে সেই সব মানুষকে অন্য প্রকল্পের অধীনে অতিরিক্ত 20দিন কাজ দেবার জন্য মমতার “কর্মশ্রী” প্রকল্প গ্রহন=2014

87. সার্বিক স্বাস্থ্যবিধানের জন্য সরকারি সাহায্যে শৌচাগার নির্মানের ব্যবস্থা করার জন্য মমতার “মিশন নির্মল বাংলা” প্রকল্প গ্রহন=2014

88. 2014 সালের ষষ্ঠদশ লোকসভা নির্বাচনে সারদা আর্থিক কেলেঙ্কারি জড়িত থাকার অভিযোগ সত্ত্বেও একক শক্তিতে লড়ে মমতার তৃনমূলের জয়লাভ = 34টি আসনে(42 এর মধ্যে)

89. সরকারি জলপ্রকল্পের মাধ্যমে পানীয় জলকে সুলভ ও সহজলভ্য করে জনগনের কাছে পৌঁছে দেবার জন্য মমতার “প্রানধারা” প্রকল্প গ্রহন = 2015

90. সরকারি ও আধা সরকারি বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেনী ছাত্রছাত্রীদেরকে সরকারি সাইকেল প্রদানের জন্য মমতার “সবুজ সাথী” প্রকল্প গ্রহন = 2015

91. মানুষ যাতে সরকারের বিভিন্ন পরিসংখ্যান,বিজ্ঞপ্তি,দপ্তর,বিভাগ এবং সেগুলির পদাধিকারিদের সঙ্গে যোগাযোগ করতে পারে তারজন্য মমতার “এগিয়ে বাংলা” নামে একটি পোর্টাল সৃষ্টি = 2015

92. দরিদ্র মানুষদের নিজের বাড়ির স্বপ্নকে বাস্তব রূপ দেবার জন্য তাদেরকে সরকারি জমির পাট্টা বিতরন ও গৃহ নির্মানের জন্যমমতার “নিজগৃহ,নিজভূমি” প্রকল্প গ্রহন = 2015

93. UNICEF কর্তৃক নদিয়া জেলাকে ভারতের প্রথম নির্মল জেলা হিসাবে ঘোষনা মমতার অন্যতম সাফল্য = 2015.

94. প্রথম ভারতীয় মুখ্যমন্ত্রী হিসাবে যুবরাজ অ্যান্ড্রুর আমন্ত্রনে ব্রিটেনের বাকিংহাম প্রাসাদে চা চক্রে মমতার যোগদান = জুলাই.2015.

95. মমতা কর্তৃক হাওড়া,বারাকপুর,দুর্গাপুর-আসানসোল, এবং বিধাননগর এই চারটি নতুন পুলিশ কমিশনারেট গঠন = 2015.

96. রেশনের মাধ্যমে দারিদ্র সীমার নিচে বসবাসকারি মানুষজনকে দুটাকা কেজি দামে চাল ও গম প্রদানের ব্যবস্থা করার জন্য মমতার “খাদ্যসাথী” প্রকল্প গ্রহন = 2016

97. স্কুলছুট ছাত্রছাত্রীদের কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে কারিগরি ও বৃত্তিমূলকশিক্ষার উন্নতির সুযোগ সৃষ্টি ও বৃদ্ধির জন্য মমতার “উৎকর্ষ বাংলা” প্রকল্প গ্রহন = 2016

98. স্টিং অপারেশন অর্থাৎ মমতার দলের নেতা মন্ত্রীদের ঘুষ কান্ডে জড়িত থাকার অভিযোগ = মার্চ.2016

99. 2016তে ঘুষকান্ডে জড়িত থাকার অভিযোগ সত্ত্বেও দ্বিতীয়বার বিধানসভা নির্বাচনে মমতার তৃনমূল এককভাবে লড়ে আসন জেতে = 211

100. 1962-র পর পঃবঙ্গে একমাত্র একক দল হিসাবে মমতার দলের 211টি আসনে রেকর্ড জয়লাভ = 2016

101. মমতার দ্বিতীয়বার পঃবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহন=27শে মে.2016

102. সিঙ্গুরের জমি চাষীদের ফেরত দেবার জন্য সুপ্রীমকোর্টের রায় মমতার পক্ষে যায় = 31শে Aug.2016

103. সিঙ্গুরের জমি আন্দোলনকে বিদ্যালয় পাঠ্যসূচি অন্তর্ভুক্ত করার জন্য মমতার ঘোষনা = 14ই.Sept.2016

104. ঐতিহাসিক “সিঙ্গুর দিবস” হিসাবে পালন করার জন্য মমতার ঘোষনা = 14ই সেপ্টেম্বরকে

105. ভারতের একমাত্র ব্যক্তি যিনি রোমের ভাটিকান সিটির পোপের আমন্ত্রনে মাদার টেরেজাকে সন্ত ঘোষনার অনুষ্ঠানে যোগ দিতে সেন্ট পিটার্স ব্রাসিলিকা চার্চে উপস্থিত হন = সেপ্টেম্বর.2016

106. ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী হন কে = মমতা ব্যানার্জী

107. ভারতের প্রথম মহিলা কয়লামন্ত্রী হন কে = মমতা ব্যানার্জী

108. ভারতের প্রথম মহিলা ক্রীড়া ও যুবকল্যান মন্ত্রী হন কে = মমতা ব্যানার্জী

109. ভারতের প্রথম মহিলা হিসাবে আঞ্চলিক দল তৈরি করেন = মমতা ব্যানার্জী

110. ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে সর্বাধিক বই লেখেন=মমতা ব্যানার্জী

111. ভারতের প্রথম উচ্চশিক্ষিতা মহিলা মুখ্যমন্ত্রী = মমতা ব্যানার্জী [BA(Hons), MA, LLB]

‘‘অগ্নিকন্যা’ মমতা ব্যানার্জীর আরও ১২টি অজানা তথ্যঃ-

১. তৈলাক্ত খাবার বা ভাজাপোড়া খেতে বিশেষ পছন্দ করেন না মমতা। তিনি খেতে পছন্দ করেন মুড়ি, চা ও চকোলেট। ঘনিষ্ঠ মহলে হালকা মেজাজে আড্ডা দিতে বসলে মুড়ির সঙ্গে আলুর চপ খেতে ভালবাসেন মমতা।

২. প্রতিদিন ট্রেডমিলে অন্তত ৫-৬ কিলোমিটার হাঁটেন মমতা। অধিবেশন চলাকালীন বিধানসভার লম্বা করিডর ধরে সহকর্মী, সাংবাদিকদের সঙ্গে হাঁটেন মমতা। গল্প করতে করতে একসঙ্গে ১০ কিলোমিটারও হেঁটে ফেলেন মমতা।

৩. সাদা তাঁতের শাড়ি পরতে ভালবাসেন মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে একরঙা পাড়। এই ধরনের শাড়ি তৈরির জন্য জনপ্রিয় হুগলির ধনেখালি।

৪. মুখ্যমন্ত্রী হয়েও দক্ষিণ কলকাতার ঘিঞ্জি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে টালির বাড়িতে থাকেন মমতা। অল্প বৃষ্টিতেই তার বাড়ির সামনে পানি জমে যায়। তখন মমতাকে দেখা যায় বাড়ির সামনে পাতা ইঁটের উপর পা রেখে হাঁটতে।

৫. প্রকৃতিকে খুব পছন্দ করেন মমতা। সময় পেলেই তাই দার্জিলিংয়ের পাহাড় বা মেদিনীপুরের জঙ্গলে ছুটে যান মমতা।

৬. প্রকৃতি নিয়ে ফটোগ্রাফি মমতার শখ।

৭. মমতা বন্দ্যোপাধ্যায় গান শুনতে ভালবাসেন। সময় পেলেই শোনেন রবীন্দ্রসঙ্গীত, পাঠ করেন নজরুলের কবিতা।

৮. বীরভূমে মমতার মামারবাড়ি। ছোটবেলায় মায়ের সঙ্গে মামারবাড়ি গেলেই সেখানকার ধানক্ষেতে খেলা করতেন আজকের এই মুখ্যমন্ত্রী।

৯. পূর্ণ সময়ের রাজনীতিতে আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায় একজন স্টেনোগ্রাফার হিসাবে কাজ করতেন। এছাড়াও তিনি কখনও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা, কখনও প্রাইভেট টিউটর এমনকী সেলসগার্লের কাজও করেছেন।

১০. মমতা বহু কবিতা, গদ্য, প্রবন্ধ, এমনকী উপন্যাসও লিখেছেন। তিনি একজন চিত্রশিল্পীও বটে। তার আঁকা ছবি বিক্রি করে প্রাপ্ত টাকার পুরোটাই তিনি দেন পার্টি ফান্ডে।

১১. মুখে মুখে ছড়া তৈরি করতে পারেন এই জননেত্রী৷ বিভিন্ন জনসভায় কোন রকম স্ক্রিপ্ট ছাড়াই তাই বিরোধীদের নিশানা করে দুই-চার লাইনের ছড়া কাটতে পারেন মুখ্যমন্ত্রী। সেই ছড়া শুনে প্রশংসা আর হাততালিতে ভরিয়ে দেয় উপস্থিত জনতা।

১২. বাংলার লোকশিল্পের প্রতি মমতার আন্তরিক অনুরাগ রয়েছে৷

(সংগৃহীত)

 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি