Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৭ মে, ২০২১ ০৩:১৭ অপরাহ্ণ

কম্পিউটারের যন্ত্রাংশের পরিচিতি

হার্ড ডিস্ক হলো তথ্য সংরক্ষণে ব্যবহৃত এক প্রকারের চৌম্বকীয় চাকতি-ভিত্তিক যন্ত্রাংশ। হার্ড ডিস্কে সমকেন্দ্রিক একাধিক চাকতি থাকে, এবং তথ্য পড়ার জন্য একাধিক Head (হেড) থাকে।

#প্রধান অংশগুলোর নাম ও কাজঃ
1.প্লেটার:
#কাজঃ এটা হল তথ্য ধারণের প্রাণকেন্দ্র.

2.স্পিন্ডল:
#কাজঃ প্লেটারগুলো স্পিন্ডলের উপর বসানো থাকে। স্পিন্ডল নির্দিষ্ট গতিতে ঘোরে। ফলে প্লেটারগুলোও ঘুরতে থাকে

3.অ্যাকচুয়েটর আর্ম:
#কাজঃ প্লেটার থেকে তথ্য পড়ার জন্য অ্যাকচুয়েটর আর্মের মাথায় হেড লাগানো থাকে।

4.ডিস্ক হেড:
#কাজঃ এটা খুবই সূক্ষ্ম অংশ। এটা আর্মের মাথায় বসানো থাকে থাকে। ডিস্ক হেড প্লেটার থেকে তথ্য লজিক বোর্ডে পাঠায়

5.লজিক বোর্ড:
#কাজঃ এটাকে ডিস্ক কন্ট্রোলার বলা যেতে পারে। এখানে অ্যাকচুয়েটর শ্যাফট, স্পিন্ডল, হেড ইত্যাদি নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকে। এটা হেড থেকে তথ্য কম্পিউটারে পাঠায় ও কম্পিউটার থেকে তথ্য প্লেটারে রাইট করার জন্য হেডে পাঠায়।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি