Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৭ মে, ২০২১ ০৩:২৭ অপরাহ্ণ

প্রিন্টাররের প্রকার ভেদ

প্রিন্টার কি,কয় প্রকার ও কি কি?

প্রিন্টার কি? প্রশ্নটি যদি আপনাকে জিগ্যেস আপনিও বলে দেবেন প্রিন্টার আসলে কি বা কাকে বলে।

খুব সহজে বললে যে প্রিন্ট করে তাকেই প্রিন্টার বলে। অর্থাৎ কম্পিউটারের সাথে লাগানো যে মেশিনটি আপনার ইচ্ছেমতো যা কিছু সাদা কাগজে প্রিন্ট করে দেয় বা ছেপে দেয় সেটিই প্রিন্টার

এখন আপনাকে যদি বলা হয় আপনার জন্য সেরা প্রিন্টার কোনটি হবে আপনি বলতে পারবেন না কারণ কোন প্রিন্টার কেমন সেটি আপনি জানেন না ,সুতরাং আপনাকে জানতে হবে প্রিন্টারের প্রকারভেদ সম্পর্কে


প্রথমে জেনে নিই প্রিন্টার কয় প্রকার ও কি কি 


প্রিন্টারের প্রকারভেদ

কাজের উপর ভিত্তি করে প্রিন্টারকে মূল দুই ভাগে ভাগ করা যায়। ইমপ্যাক্ট প্রিন্টার ও নন ইমপ্যাক্ট প্রিন্টার।
 
১. ইমপ্যাক্ট প্রিন্টার

ইমপ্যাক্ট প্রিন্টারের কাজ হলো কোনো কাগজের উপর ধাক্কা মেরে প্রিন্ট করা। এখন প্রিন্টের যে অংশটি প্রিন্ট করে থাকে তাকে প্রিন্ট হেড বলে। এই সব প্রিন্টারে প্রিন্ট হেড কাগজ স্পর্শ করে ধাক্কা মেরে মেরে প্রিন্ট করে তাই একে ইমপ্যাক্ট প্রিন্টার বলে।

ইমপ্যাক্ট প্রিন্টার আবার দুই রকমের হয়ে থাকে।

  1. ডেইজি হুইল প্রিন্টার
  2. ডট ম্যাট্রিক্স প্রিন্টার


২. নন ইমপ্যাক্ট প্রিন্টার

এই ধরণের প্রিন্টার ইমপ্যাক্ট প্রিন্টারের মতো চাপ দিয়ে কাগজের উপর ছাপা হয়না। এক্ষেত্রে কাগজে খুব আধুনিক ভাবে প্রিন্ট করা হয় যার গতিও বেশি থাকে।

নন ইমপ্যাক্ট প্রিন্টার বিভিন্ন প্রকারের হয় -

  1. ইঙ্কজেট প্রিন্টার
  2. থার্মাল প্রিন্টার
  3. লেজার প্রিন্টার  

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি