Loading..

উদ্ভাবনের গল্প

১০ মে, ২০২১ ১০:০০ পূর্বাহ্ণ

সিটমহলে আইসিটি ডিজিটাল সেন্টার স্থাপন…; মোছাঃ মারুফা বেগম, প্রধান শিক্ষক, ডিমলা, নীলফামারী, রংপুর।

তথ্য প্রযুক্তিতে এগিয়ে নিয়ে যেতে সিটমহলে আইসিটি ডিজিটাল সেন্টার স্থাপন…

পিছিয়া পড়া সিটমহল বাসির জন্য একটি আনন্দের খবর। এই বৃহত্তর জনগুষ্টিকে এগিয়ে নিয়ে যেতে তথ্য প্রযুক্তিতে দক্ষ করতে কাজ করছে সরকার। পাশা পাশি নিশ্চিত করতে চায় নাগরিক সুবিধাও  এ লক্ষ অর্জনে পঞ্চগড় সদর  ও কুড়িগ্রামের দাশিয়ার ছড়ায় দুটি ডি সেট সেন্টার করেছে আইসিটি বিভাগ। যেখান থেকে  কৃষি, স্বাস্থ্য, শিক্ষা সেবাতো বটেই, অনলাইনে করা যাবে ভিসা আবেদনও । থাকছে মোবাইল ব্যাংকিং  আরও ভিডিও কনফারেন্সের সুযোগ। এই উদ্ধোগের মাধ্যমে সিটমহল বাসির তার জীবন জীবিকার মান অনেক গুন এগিয়ে যাবে। ২০১৫ সালে মাননীয় শেখ হাসিনা সরকারের নেতৃত্বে ৬৮ বছর পর সিটমহল বাসি তাদের বন্দী দশা থেকে মুক্তি পায়। আস্তে আস্তে তারা তাদের জীবন মান ও মর্যাদা উন্নায়নের ছোয়া দেখতে পায়। তারা যেন এক অন্ধাকার জগতে বসবাস করতো, ছিল না রাস্তাঘাট,চলাফেরার সুযোগ সুবিধা,কথার বলার স্বাধিনতা,ছিলনা শিক্ষা প্রতিষ্ঠান, ছিল না চাকুরী এবং ছিল না কোন তথ্য প্রযুক্তির সুবিধা, প্রত্যেক বিষয় ছিল তারা অবহেলিত কিন্তু  এখন তারা তাদের হাতের কাছে সবকিছু পাচ্ছে বিধায় তাদের মনের আনন্দের শেষ নেই। এই আইসিটি ডিজিটাল সেন্টার পেয়ে তারা খুবেই গর্বিত ও উচ্ছাসিত।