Loading..

প্রেজেন্টেশন

০২ জুন, ২০২১ ০৯:৩১ পূর্বাহ্ণ

সেই দিন এই মাঠ (নবম-দশম শ্রেণি)
  • জীবনানন্দ দাশ প্রকৃতির কবি। প্রকৃতির রহস্যময় সৌন্দর্য তাঁর কবিতার মূলগত প্রেরণা। তিনি জানেন বিচিত্র বিবর্তনের মধ্যেও প্রকৃতি তাঁর রূপ-রস-গন্ধ কখনই হারিয়ে ফেলবে না। তিনি যখন থাকবেন না তখনও প্রকৃতি তার অফুরন্ত ঐশ্বর্য নিয়ে মানুষের স্বপ্নসাধ ও কল্পনাকে তৃপ্ত করে যাবে। সেই দিন এই মাঠ কবিতায় কবি প্রকৃতির এই মাহাত্ম্যকে গভীর তৃপ্তি ও মমত্বের সঙ্গে উপস্থাপন করেছেন।

  • ভালো থাকুন, সুস্থ থাকুন । আপনি ভালো থাকলে ভালো থাকবে দেশ । 

    করোনার সেকেন্ড ওয়েভে নিচে সচেতন হোন, বার বার সাবান দিয়ে হাত ধোন ।


    আজ উপস্থাপন করছি নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বই-এর  বাংলার প্রকৃতির রূপবৈচিত্র্যে কবি নিমগ্নচিত্ত কবি জীবনানন্দ দাশ রচিত সেই দিন এই মাঠ কবিতাটি।


    শিক্ষার্থী শিখতে পারবে -

    ১. কবি পরিচিতি বলতে পারবে ।
    ২. কঠিন শব্দের অর্থ বলতে পারবে ।
    ৩. প্রকৃতি অবিনশ্বর কেন তা ব্যাখ্যা করতে পারবে ।

    ৪. ‘মানুষের মৃত্যু আছে, সৌন্দর্যের মৃত্যু নেই’ – উক্তিটির স্বপক্ষে যুক্তি উপস্থাপন করতে পারবে । 


    বাংলা সাহিত্যের পদ্যাংশের লিংক সমূহ -

    ১। বঙ্গবাণী   

    ২। কপোতাক্ষ নদ  

    ৩। জীবন সঙ্গীত   

    ৪। জুতা-আবিস্কার

    ৫। ঝর্ণার গান

    । মানুষ


    নিবেদক,

    আব্দুল্লাহ আত তারিক

    *** জেলা অ্যাম্বেসেডর, মাগুরা সদর, মাগুরা ***

    *** সেরা কনটেন্ট নির্মাতা মার্চ - ২০২১ ***

    *** a2i - Aspire to Innovate ও বাংলা ভাষা শিক্ষক পর্ষদের যৌথ উদ্যোগে ব্যাবহারিক বাংলা বানান ও প্রমিত উচ্চারণচর্চা বিষয়ক ২ (দুই) দিনব্যাপী অনলাইন প্রশিক্ষণে ৬ষ্ঠ স্থান ***