Loading..

প্রেজেন্টেশন

০৫ জুন, ২০২১ ১১:২৫ পূর্বাহ্ণ

আইয়াম-ই- জাহেলিয়া কি,রাজনৈতিক ও সামাজিক অবস্থা

আইয়াম-ই-জাহেলিয়া কি?

ইসলামের আবির্ভাব মানব সভ্যতার ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। এ মহান ধর্মের আবির্ভাবের পুর্ববর্তী সময়কেআইয়াম-ই-জাহেলিয়া বলা হয়ে থাকে

আইয়াম-ই-জাহেলিয়া শব্দ দুটি আরবি শব্দ। আইয়াম শব্দটি ইয়াওমুন এর বহু বচন,এর অর্থ যুগ বা সময়। আর জাহেলিয়া শব্দের অর্থ অন্ধকার বা অজ্ঞতা। আইয়াম-ই-জাহেলিয়ার অর্থ দাঁড়ায় অন্ধকার বা অজ্ঞতার যুগ। এর পারিভাষিক সংজ্ঞা দিতে গিয়ে ঐতিহাসিকগণ বলেন;

ক. P.K.Hitti বলেন, “The term jahiliyah usually rendered Time of ignorance or Barbarism;in realiy means the period in which Arabia had no dispensation,no inspired prophet,no revealed book.” আর্থাৎ, আইয়াম-ই-জাহেলিয়া বলতে এমন একটি সময় কালকে বুঝায়,যখন আরবে কোন বিধি-বিধান ছিল না,কোন অনুপ্রাণিত ধর্মপ্রচারক ছিল না, কোন প্রত্যাদিষ্ট ধর্মগ্রন্থ ছিল না