Loading..

নেতৃত্বের গল্প

১৪ জুন, ২০২১ ১২:৩১ পূর্বাহ্ণ

করো্নাকালীন পরিস্থিতিতে আমার পদক্ষেপ

করোনা ভাইরাস নামক মহামারী বর্তমান বিশ্বে প্রধান সমস্যা। এই মহামারী বাংলাদেশ সহ বিশ্বকে স্তবির করে দিয়েছে। এই মহামারীর কারনে ব্যবসা-বাণিজ্য, শিল্প, সেবা, পরিবহণ, আমদানী-রপ্তানী, গবেষণা, উদ্ভাবন সব ক্ষেত্রে চলমান প্রবাহ থেমে গেছে। আর এর সবচেয়ে বড় যে খাতকে বাধাগ্রস্ত করেছে তা হলো শিক্ষা খাত। এখন প্রায় সারাবিশ্বে প্রাথমিক সহ শিক্ষার সকল স্তরের প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে শিক্ষাকে চলমান রাখার লক্ষ্যে শিক্ষক বাতায়ন কর্তৃক নির্বাচিত আইসিটিতে দক্ষ ICT4E জেলা অ্যাম্বাসিডরগণ বিবেকের তাড়নায় অনলাইন স্কুল নামে বিভিন্ন জেলা বা অঞ্চলে ফেসবুক পেজ খুলে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যায়। সেই উদ্যোগের সাথে একাত্ত হয়ে আমি সহ মাদারীপুর জেলার জেলা এ্যম্বাসিডরগণ মাদারীপুর অনলাইন স্কুল নামে  একটি পেজ খুলে অনলাইনে পাঠদান কার্যক্রম চালিয়ে যাই। এতে মাদারীপুর জেলা সহ দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা উপকৃত হয়। আমি যেহেতু রাজারচর মোল্যাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তাই আমার প্রাণের  প্রতিষ্ঠানের প্রাণপ্রিয় শিক্ষার্থীদের জন্য কিছু করার তাগিদ অনুভব করি। সে লক্ষে আমার নিজ প্রতিষ্ঠান রাজারচর মোল্যাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে একটি পেজ খুলে আমার বিদ্যালয়ের শিক্ষক সহ দক্ষ শিক্ষকগণের মাধ্যমে পাঠদান কার্যক্রম পরিচালনা করি এবং এই পাঠ পাথে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে সে জন্য শিক্ষার্থীদের অভিভাবকগণের সাথে ফোনে যোগাযোগ করে এই পেজের সাথে এড করে দেই। এতে বেশির ভাগ শিক্ষার্থী  তাদের শ্রেণিপাঠের অভাব পূরণ করবে সক্ষম হয়।