Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

১৪ জুন, ২০২১ ০১:০১ অপরাহ্ণ

মাইক্রোফোন

মাইক্রোফোন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
AKG C214 condenser microphone with H85 shock mount.jpg
বিভিন্ন ধরণের মাইক্রোফোন

মাইক্রোফোন এক ধরনের যন্ত্র, যাকে কথ্য ভাষায় মাইক ও বলা হয়ে থাকে। এটি এক ধরনের সেন্সর হিসেবে কাজ করে, যা শব্দ শক্তিকে তড়িৎশক্তিতে রুপান্তর করে। কম্পিউটার, মোবাইল ফোন, অডিও রেকর্ডার, শ্রবণ সহায়ক যন্ত্র, মেগাফোন, রেডিও বা টেলিভিশন সম্প্রচার কেন্দ্র ইত্যাদি ক্ষেত্রে এর বহুল ব্যবহার পরিলক্ষিত হয় ।

আধুনিক কালের বেশির ভাগ মাইক্রোফোনই তড়িৎ-চুম্বকীয় আবেশ, ক্যাপাসিট্যান্সের পরিবর্তন, পিজোইলেক্ট্রিক ইফেক্ট অথবা বাতাসের চাপের পার্থক্য ব্যবহার করে ইলেকট্রিক সিগনাল তৈরী করে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি