Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৪ জুন, ২০২১ ১১:৫১ অপরাহ্ণ

শিক্ষার্থী অধিক, মাল্টিমিডিয়া ক্লাসরুম সজ্জিত নয়, তাই বলে কি পাঠদান থেমে রয়!

বদলী হয়ে নতুন বিদ্যালয়ে সবে এসেছি।প্রধান শিক্ষক মহোদয় জানালেন মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ সজ্জিত করণের অনুদান পাননি।এক একটি শ্রেণিকক্ষে ৬০ থেকে ৭০ অধিক শিক্ষার্থী।কি করা যায়! অগত্য প্রাক-প্রাথমিকের শ্রেণিতেই বসালাম প্রজেক্টর ও ল্যাপটব। নিজ উদ্যোগে প্রধান শিক্ষকের একান্ত সহযোগিতা ও তথ্যাবধানে কাজটা সফল হলো।মেঝেতে বসলেও শিক্ষার্থীদের মাঝে সে কী আনন্দ।তা বলে শেষ করা যাবে না।শিক্ষার্থীদের এই আনন্দটা করোনার কারণে বন্ধ রয়েছে। কিন্তু সেদিন বেশী দুরে নয়,করোনাকে করবো জয়, অপেক্ষার ফল মিষ্টি হয়!

আরো দেখুন