Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

রিসেট

২১ জুন, ২০২১ ০৯:১১ পূর্বাহ্ণ

( বাবা দিবস )মোঃ মারুফুল হক , সহকারী শিক্ষক গণিত, বঙ্গবাসী মাধ্যামিক বিদ্যালয় , খালিশপুর , খুলনা।

আমার "বাবা" আমার প্রেরণা, আমার ভালবাসা। ##############################

আজ বিশ্ব বাবা দিবসে কত সন্তান তার বাবাকে নিয়ে আনন্দ করছে, হৃদয় দিয়ে ভালবাসছে। কিন্তু আমি আজ কিছুই করার সুযোগ পাচ্ছিনা। আপনি আমাদের ভাই-বোনদের এতিম করে ঐ দূর আকাশের তারা হয়ে গেলেন। আপনি আমাকে বড্ড একা করে অসময়ে চলে গেলেন, আমাকে কিছু করার সুযোগই দিলেন না। আব্বা,আপনি আমার প্রতিটি নিশ্বাসের সাথেই মিশে আছেন। আমার প্রতিটি বিপদে ছায়ার মত সবসময় আপনার উপস্থিতি আমি অনুভব করি, আপনার নিরব উপস্থিতি আমাকে সকল বিপদ থেকে মুক্ত করে দেয়। আব্বা, আমি প্রতিনিয়ত আপনার সকল আদেশ - নির্দেশ মেনে চলার যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। আমি আপনাকে নিয়ে সব সময় গর্ব অনুভব করি। সকল প্রার্থনায় আপনার জান্নাত কামনা করি, ঐ দূর আকাশের তারার মাঝে আপনার উপস্থিতি, আপনার উষ্ণ পরশ অনুভব করি।

মন্তব্য করুন

সম্পর্কিত পোস্ট