Loading..

শিক্ষাক্রম অভিজ্ঞতা

১৩ জুলাই, ২০২৩ ১১:৪৪ পূর্বাহ্ণ

নতুন কারিকুলামে মূল্যায়ন

শিক্ষক বাতায়নে সবাইকে স্বাগতম। জাতীয় শিক্ষাক্রম রুপরেখা ২০২১, শিক্ষাক্রম বিস্তরন ২০২২ ও শিক্ষাক্রম বাস্তবায়ন ২০২৩ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এক যুগান্তকারী পদক্ষেপ। অধুনা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও বর্তমানে আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রচলন ঘটেছে। এ শিক্ষাক্রম বাস্তবায়নের দায়িত্ব আপনার, আমার, সচেতন অভিভাবক, শুভানুদ্ধায়ী তথা সকলের। এ জন্য প্রয়োজন্ সরকারের পাশাপাশি সকলের সদিচ্ছা। এ শিক্ষাক্রমের সবচেয়ে বড় পরিবর্তন এসেছে মূল্যায়ন কার্যক্রমে। মাউশির সর্বশেষ নির্দেশনা অনুযায়ী এ মূল্যায়ন কার্যক্রম অত্যন্ত সুন্দর ও প্রানবন্ত। আর এ মূল্যায়নের দুটি ভাগ রয়েছে। একটি হচ্ছে ষান্মাসিক সামষ্টিক অন্যটি হচ্ছে চূড়ান্ত মূল্য্যয়ন। এ ভিডিওতে ৭ম শ্রেণির সামষ্টিক ষান্মাসিক মূল্যায়ন দেখানো হয়েছে। আশা করি এ ভিডিওটি সবার উপকারে আসবে বলে মনে করি।  

নির্মানেঃ 

রাজিব চন্দ্র নাথ

সহকারি শিক্ষক (ডিজিটাল প্রযুক্তি) 

খাইয়ারা উচ্চ বিদ্যালয়, ফেনী সদর, ফেনী। 

আরো দেখুন