Loading..

সফলতার গল্প

২৫ জানুয়ারি, ২০২৪ ০৯:৪৮ পূর্বাহ্ণ

স্মার্ট শিক্ষকের হাত ধরেই তৈরি হোক স্মার্ট নাগরিক

স্মার্ট শিক্ষকের হাত ধরেই তৈরি হোক স্মার্ট নাগরিক

 

আমি মো. আমিনুল ইসলাম। পেশায় শিক্ষকতা করছি, কুমিল্লা জেলার হোমনা পৌর সদরে অবস্থিত হোমনা আদর্শ উচ্চ বিদ্যালেয়ে । সেই ছোট্টবেলায়, বাবার হাত ধরে গ্রামের মেঠো পথ-ঘাট পার হয়ে স্কুলে যেতাম! পেশায় বাবা শিক্ষক ছিলেন, উচ্চমাধ্যমিক পাস করার পর বাবাকে হারিয়েছিলাম! সেই থেকেই শিক্ষকতা পেশাটা মনের মধ্যে লালন করতাম। এই পেশাটায় আমি আমার পিতৃপুরুষের পরিচয় পাই।

 

প্রায় ৯ বছর আগে, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (আইসিটি) পদে যোগদান করি। তখন বর্তমান সময়ের মতো তথ্য প্রযুক্তির ব্যাপক সুযোগ-সুবিধা ছিলো না, বলা যায়। বিদ্যালয়ের শিক্ষকগণ, ছুটির পর পরই সবাই যার যার মতো করে বাসায় চলে যেতো। আমি সবার পরে যেতাম। সারাক্ষণই মনের মধ্যে ভিন্ন কিছু একটা করার চিন্তায় থাকতাম! মাঝে মাঝে মনে হতো, এভাবেই কী দিনগুলো কাটবে? শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি উদ্ভাবনী কিছু করতে পারি কী না? সবসময় নিজেকে প্রকাশ করতে চেষ্টা করতাম, সবার চেয়ে একটু হলেও আলাদাভাবে।

 

কুমিল্লা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে ১৪ দিনের কম্পিউটারের প্রশিক্ষনে যাই। সেখানে গিয়েই শিক্ষক বাতায়নে সদস্য হওয়ার স্বপ্নটা দেখি। হয়ে গেলাম বাতায়নের সদস্য! প্রতি সপ্তাহে ৩ জন করে সেরা কনটেন্ট নিমার্তার ছবিসহ নাম প্রকাশ হতো তখন। স্বপ্ন দেখা শুরু করলাম, আমিও একদিন শিক্ষক বাতায়নে সেরা কনটেন্ট নির্মাতা হবো! সপ্তাহের শেষে, রাত ঠিক ১২.০০ টার পর, রাতের পর রাত.. অপেক্ষা করে অবশেষে ২০১৬ সালে পূরণ হলো, সেই স্বপ্ন। নিজেকে আবিষ্কার করলাম ভিন্ন আঙ্গিকে, হলাম সপ্তাহের সেরা কনটেন্ট নির্মাতা। ২০১৭ সালে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্তৃক আয়েজিত সেরা কনটেন্ট নির্মাতার সম্মাননা স্মারক অর্জন করি, সেই সদূর কক্সবাজারে গিয়ে। সেই অনুপ্রেরণা থেকেই শুরু হলো পথ চলা…। তারপর এটুআইকে থেকে কুমিল্লা জেলার ‘আইসিটি অ্যাম্বাসেডর শিক্ষক’ হিসেবে দায়িত্বপ্রাপ্ত হই । কোভিড-১৯ চলাকালে বিদ্যালয়ের পাঠদান বন্ধ থাকলেও অনলাইনে পাঠদান চালিয়েছিলাম, এমনকি সংসদ বাংলাদেশ টেলিভিশনে ক্লাস করানোর সুযোগ পেয়েছিলাম আমি। তখন থেকে নিজের প্রতি আত্মবিশ্বাসটা আরও বাড়তে শুরু করলো।   

 

পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সাথে, আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রজেক্ট শেয়ারিং প্লাটফর্ম কানেক্টিং ক্লাসরুমের মাধ্যমে সফলতার স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ কাউন্সিলে থেকে পেয়েছি, ইন্টারন্যাশনলান স্কুল অ্যাওয়ার্ড যা, আমাদের বিদ্যালয়ের সুনাম এনে দিয়েছে। বাংলাভিশন টেলিভিশনে জেএসসি পরীক্ষার্থীদের “পরীক্ষা প্রস্তুতি” বিষয়ক লাইভ অনুষ্ঠানে যাওয়ার সুযোগ পাই যা, আমার ক্যারিয়ার জীবনকে আরও একধাপ এগিয়ে নিয়ে যায়। ২০২২ সালে শিক্ষক দিবসে ব্লেন্ডেড লার্নিং বিষয়ের উপর ভিডিও কনটেন্ট প্রতিযোগিতায় সারাদেশে ২য় স্থান অর্জন করে, মাউশি’র ডিজি মহোদয়ের হাত থেকে সম্মাননা পুরস্কার গ্রহণ করেছিলাম। ২০২৩ সালে নতুন কারিকুলামে শ্রেণিকক্ষে পাঠদানের অভিজ্ঞতা শেয়ার করার জন্য দেশ টেলিভিশনের লাইভ অনষ্ঠান “শিক্ষা বৈঠকী” তে অতিথি শিক্ষক হিসেবে কথা বলার সুযোগ পেয়েছিলাম।  তাছাড়া, বর্তমানে আমি আইসিটি ডিশিনের “মুক্তপাঠ” “দীক্ষা” প্লাটফর্মে অনলাইন কোর্স তৈরির সাথে যুক্ত আছি।           

 

আমার বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও স্কুল অব ফিউচার ল্যাব রয়েছে, সেখানে আমি আমার শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ তথা স্মার্ট নাগরিক হওয়ার জন্য তাদের প্রস্তুত করছি। একজন শিক্ষক হিসেবে আমি তখনই সার্থক হবো, যখন দেখবো আমার শিক্ষার্থীরা নীতি-নৈতিকতায় আদর্শবান হয়েছে এবং একটি উন্নত ও সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গঠনে ভুমিকা পালন করছে ।    

 

 

 

আমিনুল ইসলাম

সহকারী শিক্ষক (ডিজিটাল প্রযুক্তি)

হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়

হোমনা, কুমিল্লা ।

 

 

 

আরো দেখুন