Loading..

সফলতার গল্প

১৬ মার্চ, ২০২৪ ১০:৫৭ অপরাহ্ণ

শিক্ষক থেকে ‘শ্রেষ্ঠ শিক্ষক’ হলাম যেভাবে

আমি অসীম কুমার সেন, সহকারী শিক্ষক, কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কটিয়াদী,কিশোরগঞ্জ। ২০১০ সালে প্রাথমিক শিক্ষায় একজন সহকারী শিক্ষক হিসেবে যোগদান করি। ২০১৫ সালে সরকারিভাবে আমাদের বিদ্যালয়ে কম্পিউটার দেওয়া হয় এবং আগে থেকেই কম্পিউটারের উপর দক্ষতা থাকার কারণে প্রতিদিনই শিক্ষক বাতায়ন থেকে কনটেন্ট ডাউনলোড করে এবং একসময় নিজে কনটেন্ট তৈরি করে ক্লাস নিতাম। পরবর্তীতে ২০১৮ সালে কিশোরগঞ্জ  পিটিআই থেকে ১২ দিনের একটি আইসিটি প্রশিক্ষণ গ্রহণ করি। সেখান থেকেই মূলত শিক্ষক বাতায়ন সর্ম্পকে বিস্তারিত জানতে পারি ও শিক্ষক বাতায়নে সদস্য হই। তারপর থেকে আর আমাকে পিছনে ফিরে থাকাতে হয়নি।


শিক্ষক বাতায়নে প্রতিনিয়ত ভিজিট করে নিজের তৈরিকৃত কনটেন্ট আপলোড করতে থাকি। অবশেষে ২০১৯ সালের ১৫ই মার্চ শিক্ষকতা জীবনে আমার প্রথম অর্জন সপ্তাহের সেরা কন্টেন্ট নির্বাচিত হই।

 

তারপর এটুআইকে কর্তৃক কিশোরগঞ্জ জেলার ‘আইসিটি অ্যাম্বাসেডর শিক্ষক’ হিসেবে দায়িত্বপ্রাপ্ত হই।

 

২০১৯ সালে এটুআই কর্তৃক আয়োজিত সমস্যা সমাধান ভিত্তিক শিখন নিয়ে কর্মশালায় অংশগ্রহণ করি এবং এটুআই ও শিক্ষক বাতায়নের সার্বিক ব্যবস্থাপনায় বিদ্যালয়ে প্রজেক্ট ফেয়ারের আয়োজন করি।  

 

কোভিড-১৯ চলাকালে বিদ্যালয়ের পাঠদান বন্ধ থাকলেও অনলাইনে পাঠদান চালিয়েছিলাম শিক্ষক বাতায়ন ও এটুআই কর্তৃক পরিচালিত ঘরে বসে শিখি পেজে নিয়মিত পাঠদান করি, এমনকি সংসদ বাংলাদেশ টেলিভিশনে ক্লাস করানোর সুযোগ পেয়ে যাই আমি। তখন থেকে নিজের প্রতি আত্মবিশ্বাসটা আরও বাড়তে শুরু করলো। এছাড়া, প্রাথমিকে প্রথম অনলাইন স্কুল বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেইজে পাঠদান করি এবং বাংলাদেশে প্রথম অনলাইন স্কুল ময়মনসিংহ অনলাইনে পাঠদান করি এবং প্রাথমিক শাখার সমন্বয়ক হিসেবে কাজ করি। করোনাকালে জুম ও গুগুল মিট ব্যবহার করে শিক্ষক ও শিক্ষার্থীদের যুক্ত করে বিভিন্ন ওয়েবিনার এবং সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করি। করোনাকালে বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেইজের মাধ্যমে আমার দুইটি ইনোভেশন এসো মিলি প্রাণের স্পন্দনে এবং শিখি ও শেখাই খুবই জনপ্রিয়তা লাভ করেছিলো।  এছাড়া শিক্ষক বাতায়ন ফেসুবক গ্রুপের বিভিন্ন প্রোগ্রামে হোস্ট এর দায়িত্ব পালন করি।

 

অনলাইন ক্লাসে বিশেষ অবদানের জন্য শিক্ষক বাতায়নে ২০২১ সালের জানুয়ারী মাসের প্রথম পাক্ষিকে সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত হই।  

 

পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সাথে, আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রজেক্ট শেয়ারিং প্লাটফর্ম কানেক্টিং ক্লাসরুমের মাধ্যমে সফলতার স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ কাউন্সিলে থেকে পেয়েছি, ইন্টারন্যাশনলান স্কুল অ্যাওয়ার্ড যা, আমাদের বিদ্যালয়ের সুনাম এনে দিয়েছে।  মাইক্রোসফট থেকে পর পর দুইবার ২০২০ ও ২০২১  মাইক্রোসফট ইনোভেটর নির্বাচিত হই।

 


জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে ২০২২ ও ২০২৩ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হই এবং জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ সালে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হই।

 

২০২২ সালে শিক্ষক দিবসে ব্লেন্ডেড লার্নিং বিষয়ের উপর ভিডিও কনটেন্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সারাদেশে ৭ম স্থান অর্জন করে, মাউশি’র ডিজি মহোদয়ের হাত থেকে সম্মাননা পুরস্কার গ্রহণ করেছিলাম।

 

আইসিটি ডিশিনের “মুক্তপাঠ” প্লাটফর্মে মাইগভ অনলাইন কোর্স তৈরির সাথে যুক্ত ছিলাম।

 

আমি একজন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তি। আমার চলাফেরা খুবই কষ্টকর হওয়া স্বত্বে ও অদম্য মানসিকতা এবং কাজের প্রতি একান্ত ভালোবাসা থাকায় আমার এই নিরন্তর ছুটে চলা। আর এই পথচলা শিখিয়েছে শিক্ষক বাতায়ন। শিক্ষক বাতায়নের প্রতি আমি চিরকৃতজ্ঞ। শিক্ষক বাতায়নের কল্যাণে প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসেছে এমন হাজারো শিক্ষক। যারা নিভূতে থেকে শিক্ষকতা পেশাকে একটি ব্রত হিসেবে নিয়ে কাজ করে যাচ্ছেন।

 


অসীম কুমার সেন

সহকারী শিক্ষক

কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়

কটিয়াদী, কিশোরগঞ্জ।

 

আরো দেখুন