Loading..

সফলতার গল্প

০৭ এপ্রিল, ২০২৪ ১১:৫০ অপরাহ্ণ

বাতায়ন,অতঃপর স্বপ্ন পূরণ

আমি ভেবে ছিলাম জীবনটা শুধু এই শিক্ষকতার মাঝেই থেমে থাকবে, তবে মনে অদম্য  ইচ্ছা ছিল জীবনকে কিভাবে এই শিক্ষকতার মাধ্যমে সারাদেশে নিজেকে আলোকিত এক শিক্ষক হিসেবে গড়ে তুলবো হঠাৎ করে ১৪ দিনের আইসিটি ট্রেনিং করার সুযোগ পাই! ১৪ দিনের এই প্রশিক্ষণ আমাকে নতুন একটি জগৎ এর সাথে পরিচয় করে দেয় আর এই জগৎ এ আমি দেখা পাই আমার জীবনের লক্ষে পৌঁছানোর মতো একটি মাধ্যম, তা হলো শিক্ষক বাতায়ন; যা শিক্ষকের স্বপ্ন পূরণের অদম্য এক জগৎশুরু হলো স্বপ্ন দেখা..

শিক্ষক বাতায়নে শুধু সপ্তাহের সেরা কনটেন্ট নির্মাতা নির্বাচন করা হয়না রয়েছে বিষয়ভিত্তিক মডেল কনটেন্ট, কনটেন্ট প্রতিযোগিতা, সেরা ব্লগ নির্মাতা, চমৎকার চমৎকার উদ্ভাবনী আইডিয়া, সেরা উদ্ভাবক, সেরা নেতৃত্ব, সেরা অনলাইন পারফরর্মার, বছর শেষে শিক্ষক সম্মেলন, রয়েছে শিক্ষামূলক ভিডিও ডকুমেন্টারি, সব মিলিয়ে এক শিক্ষামূলক বিশাল জগৎ ও শিক্ষকদের স্বপ্ন পূরণের অন্যতম প্ল্যাটফর্ম

সত্যি বলতে কী, সব মানুষই পারে যে যার অবস্থান থেকে উন্নত স্বপ্ন দর্শনে নিজেকে উদ্বুদ্ধ করতে তাই আর কিছু না ভেবে নেমে গেলাম শিক্ষক (বাতায়নে) শিক্ষকদের সাথে পরিচিত হয়ে সবকিছু ভালোভাবে জেনে নিজেকে প্রস্তুত করলাম শুরু হলো স্বপ্ন দেখা, অনেক বার থেমে গিয়েছি আবার শিক্ষকদের অনুপ্রেরণায় নিজেকে একজন সফল শিক্ষক হিসেবে দেখার এক উম্মুক্ত ইচ্ছা আমাকে এগিয়ে নিয়ে গেল অনেকদূর দিনের পর দিন রাতের পর রাত শিক্ষক বাতায়ন কনটেন্ট নিয়ে শুধু পড়ে থাকা কিভাবে একটি ভাল কনটেন্ট তৈরি করব, কি ভাবে সপ্তাহের সেরা বছরের সেরা হয়ে আমি আমার স্বপ্ন করবো এটাই ছিল আমার লক্ষ্য

একটি কাজের স্বীকৃতি মানে নতুন করে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হ্যাঁ, প্রত্যাশিত প্রাপ্তি, অকল্পনীয় স্বপ্ন বাস্তবে রুপ নিলো ২০১৬ সালের নভেম্বর মাসে বাতায়নের পেজে আমার ছবি আর্কাইভে সপ্তাহের সেরা কনটেন্ট নির্মাতা হিসেবে ভাসছে৷ একটি সফলতার আনন্দ এতোটা হতে পারে এই প্রথম অভিজ্ঞতা এবার কাজ করার নেশা আরও বেড়ে গেলো কাজের প্রতিদান হিসেবেই সাথে যোগ হলো আরেকটি অবাস্তব প্রত্যাশা! সরকারি সফরে বিদেশ ভ্রমণ যা ছিলো ভাবনার অতীত দক্ষিণ কোরিয়ার মতো একটি সুন্দর জগতকে দেখার সৌভাগ্য আমার হতো কিনা জানিনা পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি নিজেকে দিয়ে বুঝতে পারলাম ২০১৬ সালে ১২ দিনের আইসিটি প্রশিক্ষণে দক্ষিণ কোরিয়া যাওয়ার সুযোগ হয়

অবশেষে জাতীয় পর্যায়ে সেরা কনটেন্ট নির্মাতা হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারলাম ২০১৮ ইং সালে একমাত্র শিক্ষক বাতায়নই হলো সেই প্ল্যাটফর্ম যেখানে শিক্ষকদের কাজের স্বীকৃতি দেয়া হয়, শিক্ষক সম্মেলনের মধ্য দিয়ে ২০২০ সালে সেরা নেতৃত্ব ক্যাটাগরিতে সেরা হই বৃটিশ কাউন্সিল কতৃক  আন্তর্জাতিক স্কুল এও্যায়র্ড পাই ২০১৮ সালে

একটি কথা না বললেই না Industry of the key to success সত্যি পরিশ্রম করলে একদিন সফলতা আসবেই, এটাই আমার বিশ্বাস ছিল তাই প্রথমে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি আমাকে সুস্থ সাবলীল রেখেছেন শিক্ষক বাতায়ন শুধু আমার মত একজন নারী শিক্ষককে আজ সফলতার চরম শিখরে উঠিয়েছেন তা নয় শত শত নারী শিক্ষক আজ সফল তাই নারী জাগরণে এবং বিশেষ করে শিক্ষক সমাজে নারী জাগরণের সাফল্যের এক মূলমন্ত্র হলো এই বাতায়ন যার সবচাইতে বাস্তব প্রমান আমি নিজেই তবে যারা আমাকে এই স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করেছেন তাদের কাছে আমি সারা জীবনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি সর্বোপরি শিক্ষক বাতায়ন বিশেষ করে নারী শিক্ষকদের জন্য এমন একটি স্বপ্ন পূরণের প্ল্যাটফর্ম হয়ে হাজার হাজার শিক্ষকদের স্বপ্নের সোপান হয়ে থাকবে

শিক্ষক বাতায়ন নিয়ে কাজ করতে গিয়ে কিভাবে এর গভীরে চলে গেলাম জানিনা, কখনো ভাবিনি এমন গভীরে চলে যাবো! তাও ভালোলাগার হাজার জানালা খুলে শিক্ষক বাতায়নে নতুন করে যোগ হলো জেলাভিত্তিক অ্যাম্বাসেডর শিক্ষকজীবনের গতি যেমন কেবলই সম্মুখের দিকে ধাবমান চলতে হবে সম্মুখে, শিক্ষক জীবনে নতুন কিছু করতে সেই প্রথম যেদিন খান একাডেমির কথা জানলাম, কেমন করে মি. খান তাঁর শিক্ষাদান পদ্ধতি বিশব্যাপি জনপ্রিয় করেছেন হয়ত মি. খান কোনদিন ভাবেননি যে বিল গেটস এর ছেলের পছন্দের খান একাডেমি আজ পথ চলতে চলতে এখানে আসবে তাই কেবলি ভাবছি আমাদের এই শিক্ষক বাতায়ন হয়ত একদিন সারাবিশ্বে জনপ্রিয়তা ছাপিয়ে খান একডেমির মতো বিশ্বব্যাপি নাম করবে

এই কাজের মধ্য দিয়েই আরেকটি সফলতা আসে যা আমার জীবনের সেরা অর্জন কিছু স্বপ্ন দেখে মানুষ যা পূরণ হওয়া সম্ভব, কিন্তু কিছু স্বপ্ন দেখার দুঃসাহসিকতা ও হয়না আর তেমনি দুঃসাহসিক এক স্বপ্ন বাস্তবে ধরা দিলো আমার জীবনে যা শুধু একমাত্র শিক্ষক বাতায়নের কল্যাণে কিছু উদ্ভাবনী কাজে এটুয়াই কর্তৃপক্ষ সন্তুষ্টি হয়ে আমাকে যে সম্মানে অধিষ্ঠিত করেছেন তা আমার সামনের চলার পথকে আরো এগিয়ে নিয়ে গেলো টিভির পর্দায় একজন প্রত্যন্ত অঞ্চলের শিক্ষক হয়ে মাননীয় মহা পরিচালক মহোদয়ের সাথে টকশো করতে পারবো এটা কখনো নিজের অজান্তে ও কল্পনা করিনি আমি কৃতজ্ঞ শ্রদ্ধেয় রফিকুল ইসলাম সুজন স্যারের প্রতি আমাকে এই অনুপ্রেরণা দিয়ে এগিয়ে যেতে সাহায্য করার জন্য আমি কৃতজ্ঞ মাধ্যমিক ও উচ্চ  শিক্ষা অধিদপ্তর এর প্রতি আমাকে আজ এই পর্যায়ে আসার সুযোগ করে দেয়ার জন্য আমি কৃতজ্ঞ এটুয়াইয়ের প্রতি যার কারনে শিক্ষক বাতায়ন প্ল্যাটফর্ম এর শুভ সূচনা আর আমরা শিক্ষকরা নিজেদের একটা আশ্রয় পেয়েছি, ২০৪১ সালের ভিশন কে বাস্তবায়ন করার কাজের অংশিদার হতে পেরেছি 


আমি শুধু নিজেকে সফল হিসেবে দেখতে চাই না আমি চাই কাজ করতে নারী শিক্ষকদের সহযোগী হয়ে, যেন প্রতিটি শিক্ষক অন্তত নিজের কাছে  নিজেকে একজন সুযোগ্য শিক্ষক হিসেবে গড়ে তোলার আত্মতৃপ্তি পায় তারা যেন কোন ভাবে মনে না করে সমাজের শিক্ষক হিসেবে আমরা পিছিয়ে আছি আমরা আমাদের দক্ষতা শিক্ষা, জ্ঞান, বুদ্ধিমত্তা দিয়ে প্রমাণ করে দেবো যে আমরাও পারি এবং দেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাব তাই এসব ভেবে আমি থেমে থাকেনি আমি প্রশিক্ষক হয়ে বিভিন্ন সেক্টরে জেলা (এ্যাম্বাসেডর) হিসেবে কাজ করছি বিভিন্ন ভাবে শিক্ষকদের উৎসাহিত করছি এগিয়ে যেতে আরো কাজ করছি শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে (ইউনাইটেড ফ্যামিলির) উপর আমি চাই প্রতিটি নারী যেন সমাজে নিজেকে সুযোগ্য ও সুদক্ষ হিসেবে এগিয়ে নিতে পারে তাই আমি সর্বাধিক ভাবে তাদের পাশে আছি এবং থাকব তাছাড়া আমার পরিকল্পনা হলো নারীদের নিয়ে কাজ করা আমি সবার কাছে দোয়াপ্রার্থী

 

তাসলিমা বেগম

সহকারী প্রধান শিক্ষক

চরফ্যাসন সরকারি টি ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়

চরফ্যাসন, ভোলা

01734056847

[email protected]

আরো দেখুন