Loading..

সফলতার গল্প

১৮ এপ্রিল, ২০২৪ ১০:২২ পূর্বাহ্ণ

মনে বিশ্বাস রেখে কাজ করাই হলো স্বপ্ন পূরণের প্রথম সিঁড়ি

প্রদর্শক শব্দটি বেশির ভাগ শিক্ষক সমাজে কম গুরুত্ব বহন করা একটি শব্দ আর সেই শব্দটি নিয়েই শিক্ষকতা পেশার শুরু করেছি ২০১৫ সাল থেকে। আমার প্রতিষ্ঠানের নাম রাউজান আর্যমৈত্রেয় ইনস্টিটিউশন। এটি একটি সংযুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণি পর্যন্ত শ্রেণি কার্যক্রম চালু রয়েছে সেই কারনে নিজেকে তুলে ধরতে পেরেছি বিভিন্ন কাজের মাধ্যমে প্রদর্শক পদটি নিয়ে পারিপার্শিক বিভিন্ন মানসিক বাধা অতিক্রম করে আজ এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি। কতটুকু করতে পেরেছি জানি।

শিক্ষক বাতায়নের সাথে সদস্য হয়ে আছি ২০১৬ সাল থেকে দেশের অনেক শিক্ষকের এক্টিভিটি দেখতাম কিন্তু নিজেকে প্রকাশ করার সাহস পেতাম নাপ্রদর্শকশব্দটির কারণে সত্যি বলতে  আমার আজ সামান্য যতটুকু পথ পারি দেওয়া তা শিক্ষক বাতায়নের হাত ধরে দিনটি ছিলো ২০২০ সালের মার্চ মাসের বুধবারআমার প্রথম পাওয়া ও পদক্ষেপ। এই দিন পরিশ্রমের ফলস্বরূপ এটুআই কর্তৃক  শিক্ষক বাতায়নের পক্ষ থেকে চট্টগ্রাম আইসিটি অ্যাম্বাসেডর (ICT4E) শিক্ষক হিসেবে স্বীকৃতি পাই আর এই ছোট্ট স্বীকৃতি নিয়ে আমার পথ চলা শুরু

এর পর বাতায়নের পাতায় অন্যান্য শিক্ষকদের মত সেরা কন্টেন্ট নির্মাতা হওয়ার স্বাদ জাগে আর সেই দিন থেকেই অনেক শিক্ষকের ভালোবাসা ও পরামর্শ নিয়ে কঠোর পরিশ্রম আর প্রচেষ্টের মাধ্যমে ০১ আগস্ট ২০২০ সালে শিক্ষক বাতায়নের পাতায় নিজেকে ভাসতে দেখে নিজের আনন্দ ও আবেগকে ধরে রাখতে পারি নি এই দিন সারা রাত আনন্দে ঘুমাতে পারি নি এই স্বপ্নের ঘোর কাটতে না কাটতে মাথায় চেপে বসলো সেরা উদ্ভাবক হওয়ার স্বপ্ন বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ খুঁজে উদ্ভাবনের গল্প তৈরির মাধ্যমে শিক্ষক বাতায়নে শুরু হলো পরবর্তী অধ্যায়  অধ্যবসায় আর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে  ১৬ মে ২০২১ সালে পূরণ হলো শিক্ষক বাতায়নে সেরা উদ্ভাবক হওয়ার স্বপ্ন

এর পর আমি শেয়ারিং প্ল্যাটফর্ম-এ বিভিন্ন শিক্ষামূলক এক্টিভিটি যেমন- কানেক্টিং ক্লাসরুম , সোশ্যাল মিডিয়া পোস্ট, ভিডিও এবং ছবি সংরক্ষণের মাধ্যমে ০৩ আগস্ট ২০২২ সালে wakelet অ্যাম্বাসেডর হিসেবে স্বীকৃতি লাভ করিকিশোর বাতায়নের পক্ষ থেকে কানেক্ট মেন্টর শিক্ষক হিসেবে নির্বাচিত হই 08 ডিসেম্বর ২০২২ সালে। যার মাধ্যমে শিক্ষার্থীদের ভালো ভাবে পরিচয় করাতে পেরেছি শিক্ষার্থীদের প্রাণের প্লাটফর্ম কিশোর বাতায়নের সাথে।

ব্রিটিশ কাউন্সিলের আইএসএ কোর্ডিনেটর হিসেবে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রোজেক্ট শেয়ারিং প্লাটফর্ম কানেক্টিং ক্লাসরুমের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সাথে  প্রোজেক্ট শেয়ারিং করে সফলতার স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ কাউন্সিলে পক্ষ থেকে পেয়েছি ইন্টারন্যাশনলান স্কুল অ্যাওয়ার্ড-২০২২  যেটি আমাদের বিদ্যালয়ের জন্য বিশাল একটি পাওয়া। তার মাধ্যমে আমার  অর্জনের পাতায় যুক্ত হয় আরো একটি স্বীকৃতি।

প্রত্যাশার বাইরে হওয়ার কারণে যে স্বীকৃতিটি আমায় বেশি আনন্দ দিয়েছে তা হলো ২০২৩ সালে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ উপজেলা ও জেলা পর্যায়ে  শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কারিগরি শাখা) হিসেবে মনোনীত হওয়ার জন্য। উপজেলা ও জেলা পর্যায়ে  শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হওয়ার স্বীকৃতি বিষয়টি আমার কাছে অনেক বড় প্রাপ্তি ছিল। শিক্ষকতা পেশায় দক্ষতা উন্নয়ন ও ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য শিক্ষার্থীদের গুণগত শিক্ষাদানের  লক্ষে বিভিন্ন এক্টিভিটির সম্মাননা হিসেবে ২৩ মে ২০২৩ সালে মাইক্রোসফট এর পক্ষ থেকে মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর এক্সপার্ট (MIEE)-2023 হিসেবে স্বীকৃতি লাভ করি।

 

এই সকল প্রাপ্তিগুলো আমাকে শিক্ষকতা পেশায় ঋণী করে রেখেছে। শিক্ষকতা , শিক্ষার্থী, বিদ্যালয় , সমাজ ও দেশের জন্য কাজ করতে অনেক ভালো লাগে। ভালো লাগে আমার কাছে অমূল্যবান ছোট ছোট স্বীকৃতিগুলো। আমি কাজ করতে চাই সবসময় কারণ আমি সৃজনশীল কাজে আনন্দ পাই। আমি অকপটে স্বীকার করতে চাই আমি যতটুকু পেয়েছি এই প্রাপ্তির পেছনে বড় হাতিয়ার হলো a2i (Aspire to Innovate) প্রাপ্তির প্রতিটি পথকে করেছে সুগম। ধন্যবাদ জানাচ্ছি পরিবারের সদস্যদের, আমার বিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে, আমার সকল শুভাকাঙ্ক্ষী ও a2i-এর সকল কর্মকর্তাকে।

 

সবুজ ভট্টাচার্য্য

এমবিএ, এমবিএস, বিএড

কম্পিউটার প্রদর্শক

রাউজান আর্যমৈত্রেয় ইনস্টিটিউশন

আরো দেখুন