Loading..

সফলতার গল্প

০৫ মে, ২০২৪ ১২:০২ অপরাহ্ণ

স্বপ্ন পূরণের গল্প

যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে হবেই হবে দেখা, দেখা হবে বিজয়ে। স্বপ্ন যাত্রার শুরু ১ সেপ্টেম্বর ২০২০। আমাদের চৌদ্দগ্রাম উপজেলায় প্রাথমিক পর্যায়ে শিক্ষক বাতায়নের সদস্য ছিলো মাত্র ৩৪ জন। পণ করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আমরাই ২০২০ সালের মধ্যে সবার আগে শতভাগ শিক্ষক বাতায়নে সদস্য হবো ইনশাআল্লাহ। সাথে সহযোদ্ধা হিসেবে পেয়েছিলাম এস. এম মাহবুবুর রহমান স্যারকে, প্রতিনিয়ত উৎসাহ এবং সহযোগিতা করেছে। আসলে যেকোনো কাজে প্রথম ধাপটাই কঠিন। কাউকে না কাউকে হাল ধরতে হয়,কঠিন কাজটা করার দৃঢ় প্রত্যয় দেখাতে হয়। আলহামদুলিল্লাহ আমি পেরেছি প্রাথমিক জাগরণটা উঠাতে। আমি বিশেষভাবে কৃতজ্ঞ শাহজাহান ফারুকী স্যার এর নিকট উৎসাহ দিয়েছেন অনেক। আমার বাতায়ন নিয়ে পাগলামি দেখে প্রায়ই বলতেন আমাদের চৌদ্দগ্রাম এর ১০৯১ জন শিক্ষককে বাতায়নের সদস্য করা জসীম এর দায়িত্ব। আমি আরো কৃতজ্ঞ আমাদের সম্মানিত উপজেলা শিক্ষা অফিসার জনাব সাকিনা বেগম এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ মোশারফ হোসেনসহ অন্যান্য অফিসার মহোদয়গণের প্রতি, আর আইসিটি আ্যম্বাসেডরদের কথা বলাই বাহুল্য, উনারা ছিলেন সম্মুখ যোদ্ধা। সবাই প্রচুর কষ্ট করেছেন। কৃতজ্ঞতা জানাচ্ছি সকল শিক্ষকদের প্রতি যারা আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের কাজটা সহজ করেছেন। স্পেশাল থ্যাংকস আমির হোসেন স্যার এবং মেজবাহ স্যার এর প্রতি আমার মতো ফেসবুকে নিয়মিত বাতায়নের আপডেট দেয়ার জন্য, এবং শিক্ষকদের উদ্বুদ্ধ করার জন্য। বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আব্দুল মান্নান স্যার এর প্রতি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি দুই গুরু জনাব ইসমাইল মৌকরা এবং মোহাম্মদ সাইফুল ইসলাম স্যারকে।


সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ রূপকল্প-২০২১ বাস্তবায়নে শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শিক্ষায় উৎকর্ষ সাধনের একটি উদ্যোগ, শিক্ষক বাতায়নে আ্যম্বাসেডর হিসেবে আমি নিযুক্ত হয়েছিলাম ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর। আমার দ্বিতীয় স্বপ্নটিও ছিলো শিক্ষক বাতায়ন ঘিরে। একজন শিক্ষক বাতায়ন জেলা আম্ব্যাসেডর শিক্ষক হিসেবে স্বপ্ন দেখতাম শিক্ষক বাতায়নের সবগুলো ক্যাটাগরিতে সেরা নির্বাচিত হবো, আলহামদুলিল্লাহ আমি শিক্ষক বাতায়নে একাধারে সেরা কন্টেন্ট নির্মাতা, সেরা অনলাইন পারফর্মার এবং সেরা উদ্ভাবক নির্বাচিত হয়েছি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা শিক্ষক বাতায়ন কর্তৃপক্ষ এবং a2i এর প্রতি।


শিক্ষক বাতায়ন জেলা আ্যম্বাসেডর শিক্ষক হিসেবে আমার পরিচালিত কর্মসূচিসমূহঃ


Ø  শিক্ষক বাতায়নে সদস্য করণের জন্য শিক্ষকদের মধ্যে বাতায়ন এর উপকারীতা এবং ব্যবহার সম্পর্কে উপজেলায় প্রথম অনলাইনে প্রচার প্রচারণা, অনলাইনে সদস্যকরণ, পরবর্তীতে স্ব শরীরে আইডিয়া শেয়ারিং এর মাধ্যমে সরাসরি সদস্য করণ।


Ø  শিক্ষকদের মধ্যে মুক্তপাঠের গুরুত্ব তুলে ধরে প্রচারণা চালানো এবং পরবর্তীতে শিক্ষকদের মুক্তপাঠে রেজিষ্ট্রেশন এবং মুক্তপাঠ ব্যবহারে সহায়তা প্রদান। 


Ø  অসংখ্য শিক্ষককে মুক্তপাঠে "গণিত অলিম্পিয়াড আনন্দে গণিত শিখি" কোর্স করণে সহায়তা প্রদান। 


Ø  শিক্ষকদের কভিডের টিকা রেজিষ্ট্রেশনে সর্বাত্মক সহযোগিতা। 


Ø  শিক্ষকদের বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথনের রেজিষ্ট্রেশনে সরাসরি সহযোগিতা করা। 


Ø  উপবৃত্তি পোর্টালে ডাটা এন্ট্রিতে সর্বাত্মক সহযোগিতা। 


Ø  শিক্ষকদের মধ্যে ডিজিটাল কন্টেন্ট এর মাধ্যমে পাঠদানকে উৎসাহিত করার লক্ষ্যে ছোট ছোট অনলাইন প্রশিক্ষণ পরিচালনার মাধ্যমে সহায়তা প্রদান। 


Ø  আইসিটি বিষয়ক যেকোনো তথ্য শিক্ষকদের মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে সবার আগে দেয়ার চেষ্টা। 


Ø  শিক্ষকদের জাতীয় পর্যায়ের যেকোনো প্রশিক্ষণ সম্পর্কে দ্রুত তথ্য প্রদান এবং অংশগ্রহণে উদ্বুদ্ধ করণ।



সফলতাঃ


Ø  সামনে থেকে নেতৃত্ব দিয়ে সারাদেশে প্রথম উপজেলা হিসেবে  নিজ উপজেলার প্রাথমিক পর্যায়ের শতভাগ শিক্ষককে শিক্ষক বাতায়নে সদস্যকরণ।


Ø  নিজ উপজেলাকে জেলা পর্যায়ে আইসিটিতে পাইওনিয়ার হিসেবে হিসেবে গড়ে তোলা। 


Ø  শিক্ষকদের মধ্যে আইসিটি প্রীতি এবং আইসিটিতে দক্ষ করে গড়ে তোলা। 


Ø  "প্রচারেই প্রসার" এ নীতির মাধ্যমে শিক্ষকদের মধ্যে আইসিটি বিষয় ছড়িয়ে দেয়া, প্রতিযোগিতা মূলক মনোভাব তৈরি।


ব্যক্তিগত অর্জনঃ


Ø  শিক্ষক বাতায়নে সকল ক্যাটাগরিতে সেরা হওয়া। 


Ø  শিক্ষক দিবস -২০২২ উপলক্ষে মাউশি অধিদপ্তর কর্তৃক আয়োজিত "Call for Testimonies (Video Clips) ' ' ' শিক্ষার রুপান্তর শুরু হয় শিক্ষক দিয়ে ' শীর্ষক প্রতিযোগিতায় সারাদেশে চতুর্থ স্থান লাভ।


Ø  মুক্তপাঠ হতে ১১০+ টি কোর্স সম্পন্নকরণ।


Ø  অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক গুগল মিটে জেলা পর্যায়ে সর্বোচ্চ ২০০ এর অধিক লাইভ ক্লাস পরিচালনা। 


Ø  শিক্ষক বাতায়নে ১৯৭এর অধিক অনলাইন ক্লাস রুটিন তৈরিকরণ( অনুমোদিত ১৯৭)


Ø  চট্রগ্রাম অনলাইন স্কুল এবং a2i  এর উদ্যোগে অনুষ্ঠিত গুগল ফর্ম ও গুগল ক্লাসরুম বিষয়ক কোর্সে সারাদেশে উত্তীর্ণদের মধ্যে একজন হওয়া।


Ø  জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য ১০ দিন ব্যাপি একীভূত শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করণ।


Ø  ক্যারিয়ারস হাব বাংলাদেশ এবং a2i এর উদ্যোগে আয়োজিত Digital transformation in education to win IR 4.0  প্রশিক্ষন সফলভাবে সম্পন্ন করণ। 


Ø  বাংলা ভাষা শিক্ষক পর্ষদ এবং a2i এর আয়োজনে বাংলা বানান এবং উচ্চারণ বিষয়ে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করণ।


Ø  বঙ্গবন্ধু গ্র্যান্ডমাস্টার। 


Ø  মুক্তপাঠ এবং a2i কর্তৃক আয়োজিত  মুক্তপাঠ অনলাইন প্ল্যাটফর্মের সক্ষমতা শীর্ষক প্রশিক্ষণে  কুমিল্লা থেকে নির্বাচিত ২০ জন এর একজন আ্যম্বাসেডর হিসেবে সুযোগ পাওয়া। 


আন্তর্জাতিক স্বীকৃতিঃ


Ø  MIE Trainer 2021/22/23


Ø  MIE Experts 2021/22/23


Ø  Wakelet ambassador 


Ø  Kahoot Academy verified educator. 


Ø  kahoot ambassador. 


Ø  Mote certified educator. 


Ø  Kami Certified educator. 


Ø  T4 ambassador.


ভবিষ্যত পরিকল্পনাঃ


Ø  নিজ জেলা এবং উপজেলাকে সারাদেশের মধ্যে প্রথম হিসেবে দেখতে চাই যেকোনো মানদণ্ডে।


Ø  শিক্ষক বাতায়নের সাথে পথচলা অব্যাহত রাখতে চাই। 


Ø  শিক্ষকদের নিঃস্বার্থ ভাবে সেবা দিতে চাই। 




মোঃ জসীম উদ্দিন 


সহকারী শিক্ষক 


নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়


চৌদ্দগ্রাম, কুমিল্লা 


ICT4E district ambassador, Cumilla.


সেরা কন্টেন্ট নির্মাতা, সেরা অনলাইন পারফর্মার এবং সেরা উদ্ভাবক শিক্ষক বাতায়ন।


 





আরো দেখুন