Loading..

সফলতার গল্প

০৮ মে, ২০২৪ ১১:২৯ পূর্বাহ্ণ

স্বপ্নের পথে চলা জ্ঞান বৈতরণির এক নাবিক আমি

আমি ডলি রানী দেব,গজনাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নবীগঞ্জ,হবিগঞ্জ। আমি নবীগঞ্জ উপজেলার দিনারপুর পাহাড়ি এলাকার  এলাকায় আমার কর্মস্হল। ২০০১সালে প্রাথমিক শিক্ষায় একজন সহকারী শিক্ষক হিসেবে যোগদান করি।পরবর্তীতে ২০০৭সালে প্রধান শিক্কক পদে সরাসরি নিয়োগ প্রাপ্ত হই। এখান থেকেই বিদয়ালয়কে নিয়ে নতুন করে ভাবতে থাকি শুরু হয় পথচলা। ২০১৪ সালে হবিগঞ্জ জেলার  শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হই।এর স্বীকৃতি স্বরুপ ২০১৬সালের অক্টোবর মাসে ইন্দোনেশিয়া সফর করি।২০১৬ সালে সরকারিভাবে আমাদের বিদ্যালয়ে কম্পিউটার ও প্রজেক্টর দেওয়া হয়।আগে থেকেই কম্পিউটার দক্ষতা থাকার কারণে প্রতিদিনই শিক্ষক বাতায়ন থেকে কন্টেন্ট ডাউনলোড করে এবং নিজে নিজের মতো করে কন্টেন্ট তৈরি করে ক্লাস নিই। যাবতীয় ওয়ার্ড ফাইল ও কন্টেন্ট এর কাজ করি।

 

পরবর্তীতে২০১৬সালে জুন মাসে হবিগন্জ পিটিআই থেকে ১২ দিনের একটি আইসিটি প্রশিক্ষণ গ্রহণ করি।সেসময় থেকে জীবনের নতুন  যায়।সেখান থেকে মূলত শিক্ষক বাতায়ন সম্পর্কে বিস্তারিত জানতে পারি ও শিক্ষক বাতায়নের সদস্য হই।তারপর থেকে শুরু হলো জীবনে সাফল্যের মালা গাঁথা। শিক্ষক বাতায়নে প্রতিনিয়ত ভিজিট করতে থাকি এবল নিজের তৈরিকৃত ৪২টি কন্টেন্ট আপলোড তৈরি করি। ২০১৯সালের মে মাসে সেরা কন্টেন্ট নির্মাতা নির্বাচিত হই। এটা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। ২০২০ সালে শিক্ষক বাতায়নের কার্যক্রম এর উপর ভিত্তি করে এটু আই কর্তৃক আইসিটি ফর ই ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর শিক্ষক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হই।

এছাড়াও ২০১৩ সালে নবীগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয় আমার বিদ্যালয়টি। ২০১৫সালে গজনাইপুর ইউনিয়ন পর্যায়ে গোল্ডেন উইমেন্স নির্বাচিত হই। ২০১৭ ও ২০২২সালে নবীগঞ্জ  উপজেলায় শ্রেষ্ঠ কাবশিক্ষক নির্বাচিত  হই।

 

পাশাপাশি ২০১৭ সালে শ্রেষ্ঠ কাবশিশু ও নির্বাচিত হয় আমার বিদ্যালয় থেকে, এ অর্জন ও আমার ই। এছাড়াও প্রতি বছর ই আমার বিদ্যালয় থেকে শতভাগ পাস এবং ট্যলেন্টফুল বৃত্তি প্রাপ্ত হয়।

২০০৯সালে নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের ভালো ফলাফল এর স্বীকৃতি স্বরুপ পুরস্কিত হই। কোভিড -১৯ চলাকালীন বিদ্যালয়ের পাঠদান বন্ধ থাকলেও অনলাইনে পাঠদান চালিয়ে রেখেছিলাম  ,প্রাথমিকে প্রথম অনলাইন স্কুল বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেইজ,বাংলাদেশ অনলাইন প্রইমারি স্কুল,সিলেট ডিভিশনাল অনলাইন স্কুল,হবিগঞ্জ অনলাইন স্কুল, হবিগঞ্জ প্রাইমারি স্কুল,নবীগঞ্জ অনলাইন স্কুল এগুলোতে সব প্রাথমিক শিক্ষক এর ক্লাস রেকর্ড করে obs এর মাধ্যমে লাইভ স্ট্রিমিং করিএবং নিজে টি ক্লাস প্রদান করে হবিগঞ্জ জেলায় প্রাথমিক বিভাগে দ্বিতীয়  স্হান অধিকার করি।জেলা প্রশাসক সম্মাননা পুরস্কার ও করোনাযোদ্ধা সার্টিফিকেট প্রদান করেন।করোনাকালীন সময়ে অনলাইন ক্লাস পরিচালনার জন্য উপজেলা পর্যায়ে স্টুডিও স্থাপন করা হলে এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিক শাখা থেকে আমি প্রথম পাঠদান পরিচালনা করি।

 

করোনাকালে জুম ও গুগলমিট ব্যবহার করে শিক্ষক ও শিক্ষার্থী যুক্ত করে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ক্লাস পাঠদান পরিচালনা করি। গুগল মিটে কিভাবে ক্লাস পরিচালনা করতে হয় এইজন্য নবীগঞ্জ উপজেলা র শিক্ষকদের প্রশিক্ষণ পরদান করি অনলাইন ক্যাবল নেটওয়ার্ক এ আমার ক্লাস প্রচার করা হয়।জেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক অনলাইন করোনাযোদ্ধা সম্মাননা সনদ লাভ করি।

স্কাউট জগতে ওরিয়েন্টেশন, বেসিক ও ইনদাবা প্রশিক্ষণ গ্রহন করি। ২০২২ সালে cssr কর্তৃক ফরম্যাটিভ ও সামেটিভ এসেসমেন্ট এবংIER কর্তৃক মেন্টাল এডুকেশন এর টট নির্বাচিত হই।

 

মুজিব শতবর্ষে প্রাথমিক শিক্ষকদের মধ্যে  সেরা কন্টেন্ট নির্মাতা  এর জন্য জেলা প্রশাসক মহোদয় শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান করেন।পৃথিবীর বিভিন্ন (নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান) দেশের শিক্ষার্থীদের সাথে,আমার বিদ্যালয়ের কার্যক্রম  ও প্রজেক্ট কালচারাল এক্টিভিটিজ শেয়ারিং প্লাটফর্ম কানেক্টিং ক্লাসরুমের মাধ্যমে সফলতার স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ কাউন্সিল থেকে ইন্টারন্যাশনাল স্কুল(ফুল এওয়ার্ড)  এওয়ার্ড প্রাপ্ত হই।এর স্বীকৃতি স্বরুপ ২০১৯সালের নভেম্বর মাসে ব্রিটিশ কাউন্সিল কর্তৃক পুরস্কৃত হই। এর পর ইংল্যান্ডের সাথে কাজ করি। 

এছাড়া মুক্তপাঠ প্লাটফর্ম থেকে৬০ টি অনলাইন কোর্স করেছি।

 

অনেক আত্মবিশ্বাস  ও অনুপ্রেরণা নিয়ে নিজেকে এগিয়ে নিয়েছি শুধুমাত্র শিক্ষক বাতায়নের মাধ্যমে।এখন সবাই আমাকে শিক্ষক বাতায়নের মাধ্যমে সারা বাংলাদেশে চেনাজানা হয়েছে।এটা আমার জন্য বিশাল পাওয়া।শিক্ষক বাতায়ন এখন হাজারো মানুষের প্রাণের বন্ধন সৃষ্টি করেছে।এখনো ব্লগ, কন্টেন্ট ও ছবি এসব আপলোড করি। বাংলা বিষয়ে প্রশিক্ষকের দায়িত্ব পালন করে আসছ দীর্ঘদিন নিজ উপজেলায়।  । আমি ডলি রানী দেব প্রধান শিক্ষক বাতায়নের সাহায্যে আমাকে সবাই চেনে জানে।শিক্ষক বাতায়নের মাধ্যমে এখনো আমার সফলতার ধারা অব্যাহত রয়েছে। সবাই দোয়া ও আশীর্বাদ করবেন।আমার মতো অনেক শিক্ষকের প্রাণের স্পন্দন হলো শিক্ষক বাতায়ন।

 

ডলি রানী দেব

প্রধান শিক্ষক

গজনাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

আরো দেখুন