Loading..

প্রেজেন্টেশন

০৫ মার্চ, ২০২২ ১০:২৫ অপরাহ্ণ

সংখ্যা

শ্রদ্ধেয় প্যাডাগজি স্যার/ ম্যাডাম  , সালাম/আদাব নিবেন । আমি সংখ্যা নিয়ে একটি ক্লাশ দিলাম ।আপনার গুরুত্বপূর্ণ মতামত আমার চলার পথের পাথেয় । সেই সাথে পূর্ণ লাইক কমেণ্ট করে আমাকে উৎসাহ প্রদান করবেন ।

  শিখনফলঃ  

              ২.২.১) দশ ও শতের গুচ্ছ তৈরি করতে পারবে এবং এদের সাহায্যে ১০০০০ পর্যন্ত উপকরণ গণনা 

                                      করতে পারবে  । 

                           ২.২.৩ ) ছবি বা চার্ট ব্যবহার করে গণনা করতে পারবে ।

                          ৩.১.১ )  ১০১ থেকে ১০০০০ পর্যন্ত উপকরণ গুচ্ছের দলগত ধারণা ব্যবহার করে গণনা করতে পারবে                                            এবং সংখ্যায় প্রকাশ করতে পারবে ।