
সহকারী শিক্ষক
২৭ জানুয়ারি, ২০২০ ০৮:৩০ পূর্বাহ্ণ
সহকারী শিক্ষক
ধরনঃ সাধারণ শিক্ষা
শ্রেণিঃ নবম
বিষয়ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়ঃ প্রথম অধ্যায়
এই পাঠ শেষে শিক্ষার্থীরা----
১) একুশ শতকে পৃথিবীর সম্পদ কী তা বলতে পারবে;
২। ‘‘জ্ঞানই একুশ শতকে পৃথিবীর মূলসম্পদ’’ উক্তিটি ব্যাখ্যা করতে পারবে;
৩। একুশ শতকের বিশ্বে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় দক্ষতাগুলো চিহ্নিত করতে পারবে।