Loading..

প্রেজেন্টেশন

২২ মার্চ, ২০২০ ১০:৫৯ পূর্বাহ্ণ

মানবধর্ম (৮ম শ্রেণি)

আপনি ভালো থাকুন, ভালো থাকবো আমিও।


ঘরে থাকুন, অন্যকে ভালো রাখুন।


আপনি ভালো থাকলে, ভালো থাকবে আপনার


পরিবার, আপনার বন্ধু।।



‘সব লোকে কয় লালন কী জাত সংসারে’ গানটি ‘মানবধর্ম’ কবিতা হিসেবে গৃহীত হয়েছে। এ কবিতায় লালন ফকির মানুষের জাত-পরিচয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন। নিজে কোনো ধর্মের বা জাতের এমন প্রশ্ন লালন সম্পর্কে আগেো ছিল, এখনো আছে। লালন বলেছেন, জাতকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন না। মনুষ্যধর্মই মূলকথা। জন্ম-মৃত্যু কালে কী কোনো মানুষ তসবি বা জপমালা ধারণ করে থাকে? সে-সময় তো সবাই সমান। মানুষ জাত ও ধর্মভেদে যে ভিন্নতার কথা বলে লালন তা বিশ্বাস করেন না।