Loading..

প্রেজেন্টেশন

১৪ মে, ২০২০ ০৯:১০ অপরাহ্ণ

দুতরফা দাখিলা পদ্ধতি

তৃতীয় অধ্যায়  সৃজনশীল প্রশ্ন- ১

১। কবি এন্ড ছবি ট্রেডার্স দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে যথাযথভাবে প্রতিটি হিসাবের বই সংরক্ষণ করে থাকে। ২০১৭ সালের ডিসেম্বর মাসে ব্যবসায়ে সংঘটিত লেনদেনগুলোনিন্মরূপঃ             

ডিসেম্বর ১  নগদ ১৫,০০,০০০ টাকা মূলধন ব্যবসায়ে আনা হলো।
ডিসেম্বর  ১২   ২,৫০,০০০ টাকার  (কাপড়) ধারে ক্রয় করা হলো।
ডিসেম্বর  ২৩  নগদে ৬০,০০০ টাকার আসবাবপ্ত্র ক্রয় করা হলো।
ডিসেম্বর ২৪ ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করা হলো ৪৮,০০০ টাকা । ভাউচার নং ১০২।
ডিসেম্বর  ৩০ নগদে কমিশন প্রাপ্তি ৮,৫০০ টাকা।
ডিসেম্বর  ৩১   ৫% বাট্টায় চেক দ্বারা পণ্য ক্রয় ১,২০,০০০ টাকা।
(ক) ডিসেম্বর মাসে মোট কত টাকার পণ্য ক্রয়  করা হয়েছে?
(খ) কবি এন্ড ছবি ট্রেডার্স এর উপর্যুক্ত লেনদেনের  ডেবিট ও ক্রেডিট  নির্ণয় করো।
(গ) কবি এন্ড ছবি ট্রেডার্স এর ২৪ ডিসেম্বর তারিখের লেনদেন অবলম্বনে একটা ভাউচার 
      প্রস্তুত করো।