Loading..

প্রকাশনা

২৩ জুন, ২০২০ ০১:২৯ অপরাহ্ণ

কবিতা

করোনা ভাইরাস

             মীর কামরুল ইসলাম

 

পরিস্কার পরিচ্ছন্ন  থাকি

ভাইরাস থেকে নিজেকে রক্ষা করি

যখন আসে হাঁচি  কিম্বা কাশি

পরিস্কার টিস্যু আর রুমাল ব্যবহার করি

বাড়িতেই থাকি স্বপরিবার নিয়ে

বিপদকে জয় করি আমরা আপন মনে

শ্বাসনালী ভিজে রাখি ঘন ঘন পানি খেয়ে

শরীর থেকে লকডাউন করি এ ভাইরাসকে

মঙ্গল নিয়ে ভাবি নিজ নিজ  গৃহে

দেশের মঙ্গল হয়ে যাবে এপথে

অতি প্রয়োজনে যাই যদি বাড়ির বাহিরে

সবাই এণ্টিভাইরাস ব্যবহার করি নিয়ম মেনে

জ্বর, হাঁচি ও কাশির সাথে হয় যদি শ্বাসকষ্ট

সাথে সাথে ফোন করুন হটনম্বর গুলোতে

নিজ ও পরিবার নিয়ে ভাবুন এখনি

সমাজ ও দেশের ভাবনা হয়ে যাবে তখনি

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি