Loading..

প্রকাশনা

২৮ জুন, ২০২০ ১০:০০ অপরাহ্ণ

ধর্ম ও জীবন

ধর্মের সাথে জীবনের সম্পর্ক নিবিড় । এই নি্বিড় সম্পর্কের জন্যই মানুষের জীবন সুন্দর হয় ।  ধর্ম শব্দটিকে ব্যাখ্যা করলে দেখা যায় , ধর্ম শব্দটির অর্থ হচ্ছে ধারণ করা বা অবলম্বন করা ।  একটি লতা জাতীয় গাছ যেমন অবলম্বন না পেলে সঠিক ভাবে বেড়ে উঠতে পারে না তেমনি ধর্মহীন জীবন কখনো সুখের হয় না । পৃথিবীতে ধর্ম পালন করে না বা মানে না এমন মানুষের সংখ্যা নিতান্তই নগন্য । যারা ধর্ম মানে না বা স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করে না তারাও স্রষ্টাকে ভয় পায় । এটা অনেকটা এরকম যে, কেউ কেউ বলে ভূত বলে কিছু নেই ;কিন্তু অন্ধকার রাতে পথ চলতে সেও বার বার পিছন ফিরে চায় । কারণ সে মনে করে এই বুঝি কেউ তার পেছন পেছন তাকে অনুসরণ করছে । ফলে কিছু সংখ্যক লোক সাহস করে নাস্তিকের খাতায় নাম লিখালেও , ঠিকই স্রষ্টাকে ভয় পায় ।
     যার কাছে পূর্ণ আল্লাহ ভীতি আছে সে কখনো অসত পথে চলতে পারে না বা খারাপ কাজ করতে পারে না । আল্লাহ ভীতিই হচ্ছে ধর্মের প্রথম সোপান । আজকাল ক্লোজ সার্কিট ক্যামরার ভয়ে চুরি-ডাকাতি অনেক কমে গেছে । কারণ চোর-ডাকাত বুঝে গেছে,ক্লোজ সার্কিট ক্যামরার মাধ্যমে যে কোন সময়ে  সে ধরা পড়ে যেতে পারে । তাই, ধরা পড়ার ভয়ে  সে সাবধান ! তেমনি ধর্ম পালনকারী একজন মানুষ যদি বিশ্বাস করে আল্লাহ তার সব কর্মকাণ্ড দেখছেন,তবে সে কোন অন্যায় কাজ করবে না । কারণ সে জানে এ অন্যায় কাজের জন্য একদিন তাকে আল্লাহর দরবারে হাজির হতে হবে এবং এ জন্য কঠোর শাস্তি ভোগ করতে হবে ।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি