Loading..

প্রকাশনা

১৪ আগস্ট, ২০২০ ০৬:৫৩ অপরাহ্ণ

অনলাইন পাঠদান! লাভ না ক্ষতি?

Global people’s voice এর পর্ব - ৫ ।


এবারের আলোচ্য বিষয় : অনলাইন পাঠদান! লাভ না ক্ষতি?

সময় উপযোগী খুবই গুরুত্বপূর্ন বিষয়। 


আমাদের এবারে আলোচনায় যুক্ত হবেন খুবই সম্মানিত  জ্ঞানী, মেধাবী চারজন গুনী শিক্ষক । উনারা উনাদের নিজ নিজ কর্মস্থলে মেধা, মনন এবং সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন সুশিক্ষিত জাতি গঠনে। 


আলোচক হিসেবে উপস্থিত থাকবেন:-


শ্রদ্ধেয় মো: আবু তালেব স্যার। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার । 

লক্ষ্মীপুর, সদর, লক্ষ্মীপুর।


আলোচক হিসেবে আরো উপস্থিত থাকবেন,

শ্রদ্ধেয় মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন স্যার ।

সহযোগী অধ্যাপক, চন্দ্রগঞ্জ কারামতিয়া  কামিল মাদ্রাসা ।

চেয়ারম্যান,  লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা । 


আলোচক হিসেবে আরো উপস্থিত থাকবেন,

শ্রদ্ধেয় মৃণাল কান্তি সাহা স্যার ।

মাস্টার ট্রেইনার - গণিত, উচ্চতর গণিত,আইসিটি এবং সিএ।

সহকারি প্রধান শিক্ষক,

বাংগাখাঁ উচ্চ বিদ্যালয়,লক্ষ্মীপুর।


আলোচক হিসেবে আরো উপস্থিত থাকবেন,

মো: হাবিবুর রহমান সবুজ স্যার । 

সাধারন সম্পাদক , প্রাইভেট স্কুল এসোসিয়েশন , 

লক্ষীপুর জেলা।


অনলাইন ক্লাস করছেন এরকম ছাত্র-ছাত্রী , অভিভাবক, এবং সকল স্তরের সবাইকে উক্ত আলোচনা দেখার আমন্ত্রণ রইলো।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি