Loading..

প্রেজেন্টেশন

২৮ সেপ্টেম্বর, ২০২০ ১০:৪৩ পূর্বাহ্ণ

সুখী মানুষ , শ্রেণিঃঅষ্টম,বিষয়ঃবাংলা,অধ্যায়ঃসপ্তম

                                                                  সুখী মানুষ  

সুখী মানুষ " কবি মমতাজ উদ্দীন আহমদ " রচিত একটি নাটিকা । নাটিকা হলো ছোট নাটক ।নাটক হয় সাধারনতো বড় আকারে আর নাটিকা হয় ক্ষুদ্র আকারে । এক্ষেত্রে চরিত্রসংখ্যা কম থাকে। এই নাটিকাটিতে কবি দেখিয়েছেন যে অসৎ উপায়ের আয় দিয়ে কেউ সুখী হতে পারে না। মনের সুখ-ই সবচেয়ে বড়। মনে অশান্তি থাকলে কেউ সুখী হতে পারে না ।তাই প্রথমে মনের শান্তি কামনা করা উচিত। অনৈতিক কাজ থেকে বিরত থাকা উচিত ।