Loading..

প্রেজেন্টেশন

১০ অক্টোবর, ২০২০ ১০:১৭ পূর্বাহ্ণ

আমার পরিচয়, শ্রেণিঃ নবম- দশম, বিষয়ঃ বাংলা

                             আমার পরিচয় 

'আমার পরিচয়' কবিতাটি সৈয়দ শামসুল হকের 'কিশোর কবিতা সমগ্র' থেকে সম্পাদিত আকারে চয়ন করা হয়েছে। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। এদেশে জন্মগ্রহণ করা খুবই গর্বের বিষয়। এদেশ লাখো শহীদের রক্তে অর্জিত। এদেশে অনেক মহৎ ব্যক্তি জন্মগ্রহণ করেছেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর,  ক্ষুদিরাম বসু, মাস্টার দা সূর্যসেন প্রমুখ জন্মগ্রহণ করেছেন। এই কবিতার মাধ্যমে সৈয়দ শামসুল হক দেশের প্রতি তাঁর মমত্ববোধ প্রকাশ করেছেন। আমরা এদেশে জন্মগ্রহণ করেছি তাই গর্বের সাথে বলতে পারি- আমাদের পরিচয় আমরা বাঙ্গালী।