Loading..

প্রেজেন্টেশন

১০ অক্টোবর, ২০২০ ০৩:১৪ অপরাহ্ণ

ঝিঙ্গে ফুল,শ্রেণিঃ ষষ্ঠ, বিষয়ঃ বাংলা

                                     ঝিঙে ফুল 

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম 'ঝিঙে ফুল' কবিতায় কবির প্রকৃতিপ্রেমের পরিচয় পাওয়া যায়। প্রকৃতির  প্রতি তাঁর ভালবাসা ও মমত্ববোধ ছিল গভীর। পৌষের বেলা শেষে সবুজ পাতার জাফরান রঙ নিয়ে ঝিঙে ফুল মাচার উপর ফুটে আছে। প্রজাপতি ঝিঙে ফুলকে ডাকছে বোঁটা ছেড়ে আকাশে চলে যাওয়ার জন্য। কিন্তু ঝিঙে ফুল মাটিকে ভালোবেসে মাটি - মায়ের কাছেই থাকবে। কবি ঝিঙে ফুল কবিতার মাধ্যমে  প্রকৃতির প্রতি ভালোবাসা অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন।