Loading..

প্রেজেন্টেশন

১৫ ডিসেম্বর, ২০২০ ০৯:৩৬ অপরাহ্ণ

যাব আমি তোমার দেশে - ৯ম-১০ম,মোঃ মোকলেছ উদ্দিন, সিনিয়র শিক্ষক , নান্দিয়া সাঙ্গুন আদর্শ দাখিল মাদ্রাসা।
যাব আমি তোমার দেশে - ৯ম-১০ম,মোঃ মোকলেছ উদ্দিন, সিনিয়র শিক্ষক , নান্দিয়া সাঙ্গুন আদর্শ দাখিল মাদ্রাসা
পল্লী-দুলাল, যাব আমি-যাব আমি তোমার দেশে,
আকাশ যাহার বনের শীষে দিক-হারা মাঠ চরণ ঘেঁষে।
দূর দেশীয়া মেঘ-কনেরা মাথায় লয়ে জলের ঝারি,
দাঁড়ায় যাহার কোলটি ঘেঁষে বিজলী-পেড়ে আঁচল নাড়ি।
বেতস কেয়ার মাথায় যেথায় ডাহুক ডাকে বনের ছায়ায়,
পল্লী-দুলাল ভাইগো আমার, যাব আমি যাব সেথায়।
তোমার দেশে যাব আমি, দিঘল বাঁকা পন্থখানি,
ধান কাউনের খেতের ভেতর সরু সূতোর আঁচল টানি;
গিয়াছে হে হাবা মেয়ের এলোমাথার সিঁথীর মত
কোথাও সিধে, কোথায় বাঁকা, গরুর পায়ের রেখায় ক্ষত;