Loading..

প্রেজেন্টেশন

১২ ফেব্রুয়ারি , ২০২১ ০৯:০৬ অপরাহ্ণ

প্রার্থনা-৮ম,মোঃ মোকলেছ উদ্দিন, নান্দিয়া সাঙ্গুন আদর্শ দাখিল মাদ্রাসা।

প্রার্থনা-৮ম,মোঃ মোকলেছ উদ্দিন, নান্দিয়া সাঙ্গুন আদর্শ দাখিল মাদ্রাসা১. ‘প্রার্থনা’ কবিতাটি কে লিখেছেন?

ক. কায়কোবাদ     খ. জসীম উদ্দীন

গ. কামিনী রায়     ঘ. কালিদাস রায়

২. ‘প্রার্থনা’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?

ক. অভিযান                     খ. নিতাইয়ের দিন

গ. অশ্রুমালা        ঘ. রিক্ততা

৩. ‘প্রার্থনা’ বলতে কী বোঝায়?

ক. পূজা              খ. আক্রমণ

গ. আবেদন                     ঘ. অভিলাষ

৪. ‘প্রার্থনা’ কবিতার মূল বিষয় কী?

ক. স্রষ্টার অসীম ক্ষমতা

খ. স্রষ্টার অনন্ত মহিমা

গ. স্রষ্টার অকৃপণ স্বীকৃতি

ঘ. ধর্মের অশেষ জয়গান

৫. ‘প্রার্থনা’ কোন ধরনের কবিতা?

ক. রূপক            খ. উদ্দীপনামূলক

গ. প্রতীকধর্মী       ঘ. ভক্তিমূলক

৬. ‘প্রার্থনা’ পাঠের উদ্দেশ্য কী?

ক. স্রষ্টার প্রতি অনুগ্রহ প্রার্থনা

খ. স্রষ্টার দয়ার পথ জানা

গ. স্রষ্টার গুণকীর্তন করা

ঘ. কোনটিই নয়

৭. কবি বিধাতাকে কী বলে স্তুতি দিয়েছেন?

ক. পথের সম্বল    খ. চারু ফুল ফল

গ. দেহ হৃদে বল   ঘ. অশেষ অমনোযোগ

৮. কোন শব্দটি শুদ্ধ?

ক. দরিদ্র             খ. দারিদ্র্য

গ. দারিদ্র্যতা                    ঘ. দারিদ্রতা

৯. ‘প্রার্থনা’ কবিতায় কবি স্রষ্টাকে কী সমর্পণ করেছেন?

ক. স্তুতি  খ. ভক্তি   গ. অশ্রু   ঘ. আরতি

১০. স্রষ্টা প্রদত্ত কোনটিকে কবি ‘জগতের আয়ু’ বলেছেন?

ক. তরুলতা                     খ. স্নেহ কণা

গ. প্রসাদ            ঘ. মঙ্গল

১১. ‘প্রার্থনা’ কবিতায় নিঃসম্বল কে?

ক. মানুষ             খ. দেবতা

গ. কবি               ঘ. বিধাতা

১২. কবি নিজেকে রিক্ত করে কার দুয়ারে দাঁড়িয়েছেন?

ক. প্রিয়ার                        খ. প্রভুর

গ. বন্ধুর              ঘ. প্রিয়জনের

১৩. প্রভুর গুণগানে আত্মহারা কে?

ক. পাখি খ. ফুল   গ. কবি   ঘ. বায়ু

১৪. প্রভুকে ভুললে প্রাণে কী জাগে?

ক. আনন্দ                       খ. বেদনা

গ. অবসাদ                      ঘ. আরতি

১৫. তরুলতার শিরে কার প্রসাদ রয়েছে?

ক. স্রষ্টার খ. মায়ের            গ. বরের ঘ. বন্ধুর

১৬. কবি কী জানেন না?

ক. ভক্তি             খ. সংগীত

গ. কান্না              ঘ. আরতি

১৭. কবির পথের সম্বল কে?

ক. প্রিয়জন          খ. মা     গ. বাবা  ঘ. বিভো

১৮. ‘প্রার্থনা’ কবিতায় কোনটি ফুটে উঠেছে?

র. স্রষ্টার অপার মহিমার বর্ণনা

রর. বিধাতার কাছে শক্তি কামনা

ররর. স্রষ্টার প্রতি ভক্তি-শ্রদ্ধা

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর  গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

১৯. ‘প্রার্থনা’ কবিতায় ধরা পড়েছে কবির কোন দিকটি?

র. ভক্তিপ্রবণ মন

রর. তুচ্ছতাবোধ

ররর. কৃতজ্ঞতাবোধ

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর  গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

২০. ‘প্রার্থনা’ কবিতায় কবি কোনটির অভাবের কথা বলেছেন?

র. দেহের চিত্তের   রর. মনের শক্তির

ররর. একাগ্রচিত্তের

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর  গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

২১. বিধাতার অফুরন্ত করুণা লাভ করে বিশ্বের বুকে

র. প্রাণিকুল জীবন ধারণ করে

রর. জড়বস্তু জীবন ধারণ করে

ররর. সকল প্রাণী বেঁচে থাকে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর  গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

২২. ‘প্রার্থনা’ কবিতায় সীমাবদ্ধতার ক্ষেত্র কোনটি?

র. ভক্তি              রর. প্রশংসা         ররর. অর্চনা

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর  গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

২৩. ‘রিক্ত করে’ কথাটির প্রকৃত অর্থ কী?

ক. খালি করে       খ. শূন্য হাতে

গ. জোড় হাতে      ঘ. কর জোড়ে

২৪. ‘ক্রোড়’ শব্দের অর্থ কী?

ক. ক্রোধ খ. কোটি গ. কোল ঘ. কিনার

২৫. ‘পল’ শব্দের অর্থ কী?

ক. পলায়ন                      খ. সবসময়        

গ. মুহূর্তকাল        ঘ. ক্ষণকাল

উত্তর

১. ক, ২. গ, ৩. গ, ৪. খ, ৫. ঘ, ৬. ক, ৭. ক, ৮. খ, ৯. গ, ১০. খ, ১১. গ, ১২. খ, ১৩. ক, ১৪. গ, ১৫. ক, ১৬. ক, ১৭. ঘ, ১৮. ঘ, ১৯. ঘ, ২০. ক, ২১. খ, ২২. ঘ, ২৩. খ, ২৪. গ, ২৫. গ