Loading..

প্রেজেন্টেশন

২৫ এপ্রিল, ২০২১ ১১:৫৪ পূর্বাহ্ণ

মক্কা বিজয়

হযরত মুহাম্মদ (সঃ) ৬৩০খ্রিঃ রক্তপাতহীনভাবে মক্কা নগরী বিজয় করেন। ইতিহাসে এই ঘটনা মক্কা বিজ(আরবি: فتح مكة‎‎ fatḥ makkah) নামে খ্যাতঐতিহাসিকদের মতে মক্কা বিজ ইসলামের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বিজ যদিও আল কুরআনে হুদাইবিয়াসন্ধিকেই প্রকাশ্য বিজ বলে উল্লেখ করা য়েছে। মূলত প্রকৃতপক্ষে হুদাইবিয়াসন্ধি এবং মক্কা বিজ দুটিই হযরত মুহাম্মদ (সঃ) এর অতুলনী দূরদর্শীতার ফল। হুদাইবিয়াসন্ধির মাধ্যমে যে বিজয়েসূত্রপাত হয়েছিল তার চূড়ান্ত রূপই ছিল মক্কা বিজএই বিজয়েফলে মুসলমানদের পক্ষে আরবের অন্যান্য এলাকা বিজ করা সহজসাধ্য য়ে পড়ে। হুদাইবিয়াসন্ধি মোতাবেক সন্ধির পরবর্তী বছর হযরত মুহাম্মদ (সঃ) ২০০০ সাহাবা নিয়ে মক্কা উমরাতুল ক্বাযা পালন করতে আসেন এবং এ সমতিনি মক্কার কুরাইশদের মধ্যে নেতৃত্বের শুন্যতা লক্ষ্য করেন। তিনি তাদের শক্তির সঠিক পরিমাপ করতে পেরে ১ বছরের মধ্যে মক্কা বিজ সম্পন্ন করার জন্য মনস্থির করেন।