Loading..

সফলতার গল্প

আইসিটিতে হবো দক্ষ থাকবেনা আর কেউ মূর্খ
article

-লার্নিং ফ্ল্যাটফর্ম হচ্ছে এমন একটি ফ্ল্যাটফর্ম যেখানে একজন মানুষ তার নিজের ক্যারিয়ারকে গড়ে তুলতে পারেন। -লার্নিং ফ্ল্যাটফর্ম এর মাধ্যমে আপনি চাইলে অনেক কিছু শিখতে পারেন, শিখাতে পারেন এবং নিজেকে একজন দক্ষ করে তুলতে পারেন। কোন প্রতিষ্ঠান বা ব্যবয়বহুল টাকার প্রয়োজন হয় না। শুধুমাত্র কম্পিউটার, ল্যাপটপ, মডেম বা ইন্টারনেট সংযোগ হলেই আপনি যে কোন -লার্নিং কোর্স ঘরে বসেই সম্পন্ন করতে পারেন। নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য -লার্নিং এর বিকল্প নেই তাই আমার সফলতার গল্প দিয়ে শুরু করলাম


১৯৯৭ খ্রি: থেকে ICT-র সাথে জড়িত। ০৩/০৫/২০০৯ খ্রি: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করি। তারপর থেকে শুরু হল শিক্ষকতা জীবন কিন্তু আমার ICT-র প্যাকটিস থেমে থাকেনি।২০১৩ খ্রি: কুমিল্লা পিটিআই সুপার মহোদয় জনাব মো: জয়নাল আবেদিন স্যারের মাধ্যমে শিক্ষক বাতায়নের সন্ধান পাই এবং আমার উপজেলার এক শিক্ষকের মাধ্যমে শিক্ষকবাতায়নে সদস্য হই এবং নিয়মিত কাজ করি। তারপর বাতায়নে কনটেন্ট আপলোডের মাধ্যমে ফেনী জেলার আতাতুর্ক হাই স্কুলের সহকারী শিক্ষক জনাব মো: আবদুল মান্নান স্যারের নজরে আসি। উনার পরামর্শে ও সহযোগীতায় দীর্ঘ কয়েক মাস কাজ করার পর ২৪/০৭/২০১৪ খ্রি: বাতায়নে সপ্তাহের সেরা শিক্ষক হিসেবে নির্বাচিত হই খুশিতে মনটা ভরে গেল। তারপর ৬/১০/২০১৫ খ্রি: কক্সবাজার শিক্ষক সম্মেলনে গিয়ে সার্টিফিকেট ও এ্যাওয়ার্ড গ্রহণ করি।


এর পর ধীরে ধীরে মুক্তপাঠ, জার্নালিজম মুক্তপাঠ, MIE, Telmooc, Open2Study, British Council,  ইত্যাদিতে কাজ করা শুরু করলাম এবং বাংলাদেশের অনেক শিক্ষকের সাথে পরিচয় হলো। মুক্তপাঠে এ পর্যন্ত আমার পুরাতন স্কোর-১9,81,2০০, নতুন স্কোর-5469, কোর্সে অংশগ্রহণ করেছি-250টি, সমাপ্ত করেছি-210, অসমাপ্ত-8, চলমান-২১ টি কোর্স, সার্টিফিকেট পেয়েছি-210 টি, MIE তে স্কোর-186433, ব্যাজ-79, সার্টিফিকেট-62টি, Telmooc থেকে সাটিফিকেট পেলা-২টি, Open2Study থেকে সার্টিফিকেট পেলাম-১৩টি, ব্যাজ-২০টি।


২০১৬ খ্রি: মাল্টিমিডিয়া কনটেন্ট প্রতিযোগীতায় জেলা পর্যায়ে ১ম ও বিভাগীয় পর্যায় থেকে বাদ পড়ে গেলাম। ২০১৭ খ্রি: মাল্টিমিডিয়া কনটেন্ট প্রতিযোগীতায় জেলা পর্যায়ে ১ম ও বিভাগীয় পর্যায় থেকে বাদ পড়ে গেলাম।  ২০১৮ খ্রি: মাল্টিমিডিয়া কনটেন্ট প্রতিযোগীতায় জেলা পর্যায়ে ১ম ও বিভাগীয় পর্যায় থেকে বাদ পড়ে গেলাম। ২০১৮ খ্রি: আমার বিদ্যালয়টি British Council International School Award-2018 অর্জন করতে সক্ষম হয়েছে। ২০২২ খ্রি: আমার বিদ্যালয়টি British Council International School Award-2022 অর্জন করতে সক্ষম হয়েছে। 2022 খ্রি: আলোকিত টিচার্স পোর্টাল থেকে উদ্ভাবনের গল্পে সেরা তিনজনকে পুরস্কৃত করা হয়, তার মধ্যে আমি উদ্ভাবনের গল্প জমা দিয়ে ৩য় স্থান অর্জন করি। ২০১৯ খ্রি: মুক্তপাঠ ই-লার্নিং সফলতার গল্পে সারা বাংলাদেশে ১০ম স্থান অর্জন করে A2i আমন্ত্রনে ঢাকা ও কক্সবাজার যাওয়া এবং সার্টিফিকেট অর্জন করেছি। ১৫/০৫/২০২০ খ্রি: শিক্ষকবাতায়নে উদ্ভাবনের গল্পে সেরা হলাম, বর্তমানে বাতায়নে আমার ৭7টি উদ্ভাবনের গল্প আছে। শিক্ষক বাতায়নে টপ কনটেন্ট আপলোডার হিসেবে ১০ জনের মধ্যে আমি একজন ছিলাম। ২০২২ খ্রি: লাকসাম উপজেলায় উপজেলা পর্যায়ে “শ্রেষ্ঠ সহকারী শিক্ষক” ক্যাটাগরীতে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হওয়ার গৌরব অর্জন করেছি। ২০২৩ ও ২০২৪ খ্রি: লাকসাম উপজেলায় উপজেলা পর্যায়ে “শ্রেষ্ঠ কাব শিক্ষক” ক্যাটাগরীতে শ্রেষ্ঠ কাব শিক্ষক হওয়ার গৌরব অর্জন করেছি। Microsoft Innovative  Educator Expert,2024-2025 অর্জন করেছি

 

প্রাইমারী স্কুলে যোগদানের পর থেকে ২০১৮ খ্রি: পর্যন্ত কোন ICT ট্রেনিং পাইনি। ২০১৮ খ্রি: ফেব্রুয়ারী মাসে কুমিল্লা পিটিআইতে ১২ দিনের  ICT ট্রেনিং পেয়েছি।  বর্তমানে কুমিল্লা জেলা এ্যাম্বাসেডর হয়েছি এবং নিয়মিত কাজ করে যাচ্ছি। এ পর্যন্ত শিক্ষক বাতায়নে-১০০/২০০ জনকে সদস্য করিয়েছি, মুক্তপাঠে-1০০ জনকে সদস্য করিয়েছি, কিশোর বাতায়নে-40/5০ জন কিশোরকে সদস্য করিয়েছি। আমার নিজের লেখা কবিতা ২টি একটি হল শিক্ষক বাতায়ন নিয়ে লেখা, আর আরেকটি মুক্তপাঠ নিয়ে লেখা। আমার খুব ইচ্ছে আমার উপজেলায় সকল শিক্ষকদেরকে ICT তে দক্ষ করে তুলতে এবং -লার্নিং সম্পর্কে সঠিক জ্ঞান প্রদান করতে এবং ICT বিষয়ক সকল কিছু তাদের সাথে শেয়ার করতে। আমার এই প্রয়াসগুলো থেকে অনুপ্রাণিত হয়ে ICT কাজে ঝাঁপিয়ে পড়ুক আমার মতো সকল সাধারণ শিক্ষক।  আমার প্রত্যাশা সকল শিক্ষার্থীরা যেন ICT তে দক্ষ ও সুনাগরিক হয়ে উঠতে পারে।

মোহাম্মদ সাইফুল ইসলাম
সহকারী শিক্ষক
বাতাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
লাকসাম, কুমিল্লা, চট্টগ্রাম
ইমেইলঃ saifkhaonbd@gmail.com
মন্তব্য করুন