Loading..

সফলতার গল্প

শিক্ষক বাতায়নের হাত ধরেই আমার স্বপ্ন পূরণ
article

আমি তৌহিদুল ইসলাম ডাক নাম শাহাদাত। পাঁচ ভাই-বোনেরা মধ্যে আমি চতুর্থ। জন্ম চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় ৮নং ওয়ার্ড রাউজান পৌরসভায়। পড়াশুনা বি.কম., বি.এড., এম.এ., এম.এড. । 


চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা দৈনিক পূর্বকোণে একাউন্ট অফিসার হিসেবে চাকুরি জীবন শুরু। একঘেয়েমি এবং চারদেয়ালের বন্ধি জীবন মোটেই পছন্দ হচ্ছিলনা তাই মাত্র তিন দিনের মাথায় চাকুরি থেকে ইস্তফা দিই। শুরু করি নিজের নতুন কর্মদিগন্ত ফিরোজা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষক হয়ে। এভাবে কাটছিল দিন। শখের বশে সকাল বেলায় কিন্ডার গার্টেনে ক্লাস নেয়ার মাধ্যমে শুরু হয় আমার শিক্ষকতার হাতেকড়ি। বছরখানের যেতেই মাধ্যমিক বিদ্যালয় রাউজান আর্যমৈত্রেয় ইনস্টিটিউশনে শুরু হয় শিক্ষক হিসেবে নতুন উদ্যোমে পথ চলার। এভাবে শুরু হয় আমার নতুন ভুবন। শিক্ষকতাকে নেশা ও পেশা হিসেবে গ্রহণ করে কাজ করে যাচ্ছি মনে-প্রাণে ভালোবেসে।


২০১৩ সালে রাউজানের কর্মরত তৎকালীন মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব সাইফুল ইসলাম স্যারের সুবাধে উপজেলা পর্যায়ে শিক্ষকদের জন্য আইসিটি প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে কাজ করার সুযোগ পাই। ঠিক ঐ সময়ে শিক্ষক বাতায়নের প্রথম ভার্সন হরহম ওয়েবসাইটের সাথে পরিচয় এবং নিজে এর সদস্য হওয়ার পাশাপাশি প্রশিক্ষণার্থীদের সদস্য করাই।


২০১৪ সালে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো BANBEIS পরিচালিত UITRCE এর মাস্টার ট্রেইনার  নির্বাচিত হই। এই প্রশিক্ষণ চলাকালীন সাইফুল ইসলাম স্যারের অনুপ্রেরণা ও ব্যাপক উৎসাহে এটুআই পরিচালিত শিক্ষকদের সর্ববৃহৎ প্লাটফর্ম শিক্ষক বাতায়নে আমি নিয়মিত কনটেন্ট ও ব্লগ আপলোডের কাজ করে যাই। ফলশ্রুতিতে ২০১৭ সালে এসে বাতায়নে কাজের স্বীকৃতি স্বরূপ সাপ্তাহিক “সেরা কনটেন্ট” নিমার্তা নির্বাচিত হই। এই সাপ্তাহিক সেরা কনটেন্ট নির্মাতা হওয়ার পর থেকে আমাকে আর পিছনে ফিরে থাকাতে হয়নি। আমার ব্যাপ্তি, পরিচিতি পৌঁছে গেল দেশের আনাচে-কানাচে। বিভাগীয় শহরের নামী-দামী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাড়াও তৈরি হলো প্রত্যন্ত অঞ্চলের শিক্ষদের সাথে এক মেলবন্ধন। জানার সুযোগ হলো এসব শিক্ষকদের সৃষ্টিশীল কাজ, জ্ঞানের পরিধি, নিজস্ব কৃষ্টি-কালচার সম্পর্কে। সুযোগ সৃষ্টি হলো নতুন মানুষদের সাথে নতুন নতুন সৃজনশীল কাজের।


বাতায়নে সাপ্তাহিক সেরা কনটেন্ট নির্মাতা হওয়ার কারণে এটুআই থেকে প্রথম জেলা অ্যাম্বাসেডর হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় ‘করবী হলে’ আমন্ত্রণের সুযোগ পাই যা একজন সাধারণ গ্রামের শিক্ষকের জন্য অনন্য প্রাপ্তি। এসব কাজে উদ্দীপ্ত হয়ে কাজের প্রতি আগ্রহ বাড়তে থাকে। আরও সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে ২০১৭ সালে জাতীয় মাল্টিমিডিয়া কনটেন্ট প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করি। জেলা, বিভাগ পার হয়ে জাতীয় পর্যায়ে সেরা ১৫ জনের এক জন হয়ে একটি Corei7 ল্যাপটপ পুরষ্কার অর্জন করি। যা আমার প্রাপ্তির পালকে যুক্ত হয় আরো একটি অর্জন।


শিক্ষক বাতায়নের হাত ধরে ২০১৮ সালে শিক্ষকদের জন্য আরো একটি উন্মুক্ত অনলাইন পাঠশালা মুক্তপাঠের গল্প প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেরা গল্পকার নির্বাচিত হয়ে সামনে এগিয়ে যাওয়ার পথ আরো সুগম হয়। শিক্ষক বাতায়নে কাজের সুবাদে ২০১৮ সালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকার মাধ্যমে সুযোগ পেয়ে দক্ষিণ কোরিয়াতে ১৩দিন ব্যাপি আইসিটি প্রশিক্ষণ গ্রহণ করি। বলতে হবে এটিও আমার জন্য আরেকটি মাইলফলক প্রাপ্তি।


একই বছর a2i ও ILO  এর যৌথ উদ্যোগে পরিচালিত গেমিফিকেশনের উপর আন্তর্জাতিক প্রশিক্ষণ গ্রহণ করে গতানুগতিক পড়াশুনার বাইরেও যে, গেমের মাধ্যমে শিক্ষাগ্রহণ করা যায় তা জানতে পারি।


২০১৮ সালে আমার আরো একটি প্রাপ্তির সাথে যুক্ত হলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক ব্যবসায় উদ্যোগ বিষয়ে সৃজনশীল প্রশ্ন পত্রের সেটার ও মডারেটর নির্বাচিত।


২০১৯ সাল ছিল আমার জন্য অত্যন্ত আনন্দের বছর ছিল কেননা একই বছরে ছিল আমার তিনটি প্রাপ্তির পালক প্রথমতঃ জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক  দ্বিতীয়তঃ TQI পরিচালিত BTT কোর্সের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন এবং সহকারী প্রধান শিক্ষক পদে নতুন শিক্ষা প্রতিষ্ঠান ফতেনগর নোয়াজিষপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয়ে যোগদান।


২০২০ ও ২০২১ সালের প্রাপ্তিগুলোর মধ্যে আছে-


১। এটুআই ও ইউনিসেফ কর্তৃক আয়োজিত শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট সেবা বিষয়ক ডিজিটাল লিটারেসি কোর্সের মাস্টার ট্রেইনার নির্বাচিত।

২। কোভিডকালীন নিজ শিক্ষা প্রতিষ্ঠান ফতেনগর নোয়াজিষপুর অদুদিয়া অনলাইন স্কুলে অনলাইন ক্লাস নোয়ার পাশাপাশি রাউজান অনলাইন স্কুল, চট্টগ্রাম অনলাইন স্কুল, খুলনা অনলাইন স্কুল, বরুড়া ভার্চুয়াল স্কুল, বান্দরবান অনলাইন স্কুলে ক্লাস পরিচালনায় অংশগ্রহণ করেছিলাম।

৩। এটুআই পরিচালিত শিক্ষক বাতায়নে “সেরা নেতৃত্ব” বর্তমানে (অগ্রগামী শিক্ষক) নির্বাচিত হই।

৪। বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মাস্টার ট্রেইনার নির্বাচিত।

৫। ব্রিটিশ কাউন্সিল পরিচালিত (আইএসএ) ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড বিবেচনায় আমার বিদ্যালয় Full Award এর স্বীকৃতি লাভ করে।

৬। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি ‘ব্যবসায় উদ্যোগ’ বিষয়ের সৃজনশীল প্রশ্নপত্র তৈরির জন্য নিয়োগ লাভে সক্ষম হই।

৭।  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, এটুআই, আইসিডিডিআর’বি এর সমন্বয়ে পরিচালিত শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের সঠিক যত্ন সম্পর্কিত অবহিতকরণ প্রশিক্ষণে মাস্টার ট্রেইনার নির্বাচিত।

৮। এটুআই পরিচালিত শিক্ষক বাতায়নে “সেরা উদ্ভাবক” মনোনীত হই।

৯। ২০২২ সালে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১ এর “ডিজিটাল প্রযুক্তি” বিষয়ের মাস্টার ট্রেইনার নিয়োগ প্রাপ্ত হই।


বর্তমান গ্লোবালাইজেশনের কিংবা ৪ওজ এর যুগে শুধু নামি-দামী প্রতিষ্ঠানের শিক্ষক কিংবা মেধাবী শিক্ষক হলে হবেনা নিজের মেধাকে বিকশিত ও মেলে ধরতে প্রয়োজন কোন একটি মাধ্যম। আমি মনে করি শিক্ষকদের জন্য সে গুরুত্বপূর্ণ মাধ্যমটি হলো ‘শিক্ষক বাতায়ন’। আমি স্যালুট জানাই আমাদের এই প্রাণের বাতায়নকে কেননা এই প্লাটফর্মের মাধ্যমে আমার সকল অর্জন।


পরিশেষে, শিক্ষক বাতায়নের পেছনের কুশিলবদের প্রতি প্রাণঢালা শুভেচ্ছা ও কৃতজ্ঞতা কেননা এই শিক্ষক বাতায়নই একজন শিক্ষককে সসীম থেকে অসীমে যাওয়ার পথ দেখায় এবং সুযোগ সৃষ্টি করে দেয়।



তৌহিদুল ইসলাম শাহাদাত
সহকারী প্রধান শিক্ষক
FATEHNAGAR NOAJISHPUR WADUDIA HIGH SCHOOL
রাউজান, চট্টগ্রাম, চট্টগ্রাম
ইমেইলঃ towhidul11@gmail.com
মন্তব্য করুন