Loading..

সফলতার গল্প

শিক্ষক বাতায়নের আলোয় আজ আমি আলোকিত
article

আমি নাজমুন্নাহার শিউলি, সহকারী শিক্ষক (টেকনিক্যাল), মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মতলব দক্ষিণ, চাঁদপুর। ২০১৪ সালে আমি অত্র বিদ্যালয়ে কারিগরি শাখায় যোগদান করি। আমি বেশ কিছুদিন যাবৎ নন এমপিওভুক্ত শিক্ষক হিসেবে বাগেরহাট জেলায় কর্মরত ছিলাম। ২০১৮ সালে আমাদের প্রতিষ্ঠানটি জাতীয়করণ করা হয়। ২০১৭ সালে সরকারিভাবে ব্যানবেইজ কর্তৃক উপজেলা পর্যায়ে ১৫ দিনের আইসিটি প্রশিক্ষণ গ্রহণ করি। কিছুদিনের মধ্যেই আমি শিক্ষক বাতায়নে নিবন্ধন করে ভেরিফাইড সদস্য হই এবং মুক্তপাঠে নিবন্ধন করি।

 

২০১৮ সাল থেকে নিয়মিত বাতায়নে কনটেন্ট ভিজিট করতাম শিক্ষক বাতায়ন থেকে কন্টেন্ট ডাউনলোড করে নিজের মতো করে এডিট করে ক্লাস নিতাম। কিছুদিন এভাবে চলার পর মনে হলো আমি নিজের তৈরি কনটেন্ট দিয়ে পাঠদান করবো। ২০১৯ সাল থেকে আমি বাতায়নে সক্রিয় হই, কনটেন্ট  তৈরির কাজ শুরু করি এবং বাতায়নে আপলোড করি।


এর মধ্যে ২০১৯ সালে বিশ্বব্যাপী করোনা মহামারি দেখা দেয়, শ্রেণিকার্যক্রম বন্ধ হয়ে যায়। ঘরে বসে যখন একঘেয়েমি লাগছিল, প্রতিদিন অসংখ্য মানুষের মৃত্যুর খবর শুনতে শুনতে আমি প্রায় ট্রমায় চলে যাচ্ছিলাম। তখন থেকে ভাবলাম মানসিক স্বাস্থ্য ভালো রাখতে হলে, নিজের পরিবারকে ভাল রাখতে হলে সবার আগে আমার নিজেকে ভালোবাসতে হবে। নিজের মনের কথা শুনতে হবে। তাই আমি ঠিক করলাম, বন্ধের মধ্যে আমি বেশি করে কনটেন্ট তৈরি করে রাখব  যাতে করে পরবর্তীতে আমার কাজের সুবিধা হয়। এটা একসময় আমার ভালোলাগায় পরিণত হলো। রুটিন অনুযায়ি আমি প্রতিটি শ্রেণির কনটেন্ট তৈরি করতে লাগলাম। পাশাপাশি আমি বাতায়নে কনটেন্ট এর পাশাপাশি ব্লগ, ছবি, ভিডিও কনটেন্ট ও ম্যাগাজিন আপলোড করতে শুরু করি।

 

কনটেন্ট তৈরির ব্যাপারে পূর্ণ সহযোগিতা আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে পেয়েছি। তাছাড়া বাতায়নে কাজের সুবাদে, সারা দেশের বহু গুণী শিক্ষকের সাথে আমার পরিচয় হয়। তারমধ্যে জয়পুরহাটের আব্দুল আউয়াল স্যার, রাজশাহীর আমিনুল ইসলাম স্যার, সাতক্ষীরার মিজানুর রহমান স্যার, কুষ্টিয়ার রশীদ বিশ্বাস স্যার, পাবনার রাহাত আলমগীর স্যার, লাল মনিরহাটের শুক্লা ম্যাডাম, বগুড়ার আঞ্জুমান আরা ম্যাডাম, যশোরের রেক্সনা ম্যাডাম, উনারা প্রতিনিয়ত আমাকে উৎসাহ, উদ্দীপনা ও দিকনির্দেশনা দিয়েছেন। ফলস্বরূপ, আমি ২০২০ সালের ১৬ আগস্ট তারিখে শিক্ষক বাতায়নের সেরা ‘কনটেন্ট  নির্মাতা’ নির্বাচিত হই। 


আমি বুঝাতে পারবো না সেদিনটি কতটা আনন্দের ছিল! প্রথম স্বীকৃতি বাতায়ন থেকে। কয়েক দিনের মধ্যে ২০২০ সালের ২৫ আগস্ট আমি এটুআই কর্তৃক জেলা অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছি। এবার আমার জার্নিটা শুরু হলো কঠিনভাবে। আমি জেলা অ্যাম্বাসেডর নির্বাচিত হওয়ায় আমার স্কুলের প্রধান শিক্ষক মহোদয় প্রেসার দিচ্ছিলেন অনলাইন ক্লাস নেওয়ার জন্য এবং সবাইকে ক্লাস নিতে সহযোগিতা করার জন্য। আমি স্কুল পেইজে ক্লাস নিতে শুরু করি  এবং কীভাবে প্রযুক্তির সাহায্যে মানসম্মত ও আকর্ষনীয় ক্লাস নেওয়া যায় প্রতিনিয়ত তা শেখার চেষ্টা করি।

 

আমি যখন ঢাকার ক্যামব্রিয়ান হাসান স্যারের ক্লাস দেখলাম আমার মনে হলো এইভাবে যদি ক্লাস নিতে পারতাম তাহলে অনেক ভালো হতো। স্যারের সাথে যোগাযোগ করলাম। স্যার বললেন আপনারা কুমিল্লা চাঁদপুরের ১০ জন একসাথ হন আমি আসবো। কিন্তু আর্থিক কারণে তেমন কারো সাড়া পেলাম না। এরই মাধ্যে কুমিল্লা চাঁদপুর জনতা হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক ইঞ্জিনিয়ার পলাশ মজুমদার স্যারের ক্লাস দেখলাম। উনার ফেইসবুক প্রোফাইলে দেখলাম তিনি আমার আপা-দুলাভাইয়ের কর্মস্থল জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। আপা-দুলাভায়ের মাধ্যমে খোঁজ খবর নিয়ে স্যারের সাথে যোগাযোগ করলাম। স্যার আমাকে টিম ভিউয়ার এর মাধ্যমে অনলাইনে যুক্ত হয়ে OBS Studio, Camtasia software দিয়ে কীভাবে একটি ক্লাস রেকর্ড করতে হয় এবং কীভাবে একটি ক্লাস ইডিট করতে হয় সবকিছু ভালোভাবে শিখিয়ে দিলেন। OBS Studio এর ব্যাবহার সম্পর্কে কুষ্টিয়ার আনিসুর রহমান স্যার, রাজশাহীর আহমেদ হোসাইন স্যার, ময়মনসিংহের তানজিরুল হোসাইন রাব্বি স্যারের  সহযোগিতা পেয়েছি। কাজে কর্মে কোথাও আটকে গেলে উনারা আমাকে টিম ভিউয়ার সফটওয়ারের মাধ্যমে সহযোগিতা করেছেন। বাতায়নের সুবাদে পরিচয় হলো চট্টগ্রামের টিচার্স ট্রেনিং কলেজের শ্রদ্ধেয় আখতার হোসাইন কুতুবি স্যার, ফরিদপুরের শ্রদ্ধেয় রোকনুজ্জামান শিকদার স্যার, যশোরের ফেরদৌস হাসান স্যার এবং চট্টগ্রামের মান্নান সুমন স্যারের সাথে। শ্রদ্ধেয় কুতুবি স্যারের অনলাইন প্রোগ্রামে যুক্ত হয়ে গুগল ফরম তৈরিসহ অনলাইনে অনেক কাজ শিখতে পেরেছি।  

 

কোভিড-১৯ চলাকালীন বিদ্যালয়ের পাঠদান বন্ধ থাকলেও অনলাইনে পাঠদান চালিয়ে রেখেছিলাম নিজ বিদ্যালয়ের পাশাপাশি বহু অনলাইন পেইজে। জুম এবং গুগলমিটের সাহায্যে নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে অনলাইন ক্লাস পরিচালনা করেছি। কোভিড-১৯ চলাকালে অনলাইনে মানসম্মত ক্লাস গ্রহণ করে শিক্ষায় বিশেষ অবদানের জন্য ২০২১ সালে জুন মাসের প্রথম পাক্ষিকে শিক্ষক বাতায়ন কর্তৃক বাতায়নের ‘সেরা অনলাইন পারফর্মার’ নির্বাচিত হয়েছি। জেলা শিক্ষা অফিস ও শিক্ষার আলো ডটকম কর্তৃক অনলাইন করোনাযোদ্ধা সম্মাননা সনদ লাভ করি।

 

বাতায়নের সুবাদে জেনেছি মুক্ত পাঠের কথা। সেখানে অনলাইন কোর্সগুলো মনোযোগ দিয়ে করতে লাগলাম। Online based Training MMCD, BTT, Trouble Shooting Training, National Skills Development Policy Training সহ প্রায় দুই শতাধিক প্রশিক্ষণ গ্রহণ করি এবং বাতায়নের সুবাদে বিভিন্ন সময়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কোলাবোরেশন প্রোগ্রামে যুক্ত থেকে নিজেকে সমৃদ্ধ করার সুযোগ পেয়েছি। তারমধ্যে kahoot, Wakelet, flipgrid, India-Bangladesh Telecollaboration project অন্যতম।

 

ইউনেস্কো টুল কিডসKahoot Game ও Wakelet সফটওয়্যার এর মাধ্যমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার প্রয়াস চালিয়ে যাচ্ছি। গেইমিফিকেশনের মাধ্যমে কুইজ প্রতিযোগীর App Kahoot! Blended Learning-এ অবদানের জন্য kahoot কর্তৃক Verified Educator নির্বাচিত হয়েছি। আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য ২০২১ সালে আমি Wakelet Ambassador নিযুক্ত হই।


ভিশন-২০৪১ এর দক্ষ শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে SDG-4 এর আলোকে ১৭টি Goals নিয়ে ভারত-বাংলাদেশ কোলাবোরেটিভ প্রোগ্রামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দীর্ঘ ১৫টি সেশন পরিচালনা করে সকল কার্যক্রম শেষে সনদ লাভ করি।

 

আমি ২০২২ সালে ব্রিটিশ কাউন্সিল কর্তৃক ইন্টারন্যাশনাল স্কুল কো-অর্ডিনেটর নির্বাচিত হয়ে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সাথে ব্রিটিশ কাউন্সিল কানেক্টিং ক্লাসরুমের মাধ্যমে আমাদের বিদ্যালয়ের কার্যক্রম ও প্রজেক্ট, কালচারাল এক্টিভিটিজ শেয়ারিং এর জন্য শিক্ষার্থীদের যুক্ত করি। শিক্ষার্থীরা আনন্দ ও দক্ষতার সাথে তাদের প্রজেক্ট উপস্থান করে আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হয় এবং ব্রিটিশ কাউন্সিল কর্তৃক আমাদের বিদ্যালয়  আমি ইন্টারন্যাশনাল স্কুল ফুল অ্যাওয়ার্ড (আইএসএ) অর্জন করি

 

২০২২ সালে আমি শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সফলতা অর্জনকারী নারী হিসেবে ‘জয়িতা’ সম্মাননা অর্জন করি। মাইক্রোসফট থেকে ২০২১-২০২৩ সাল পর্যন্ত মাইক্রোসফট ইনোভেটর (MIE Expert) নির্বাচিত হই। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২  আমি উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কারিগরি)’ নির্বাচিত হয়েছিলাম। ২০২৪ সালে নতুন কারিকুলামের জেলা মাস্টার ট্রেইনার নির্বাচিত হয়ে সফলভাবে প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করি।

 

জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪ এ আমি জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কারিগরি)’ নির্বাচিত হয়েছি। আলহামদুলিল্লাহ, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে গেলাম! এটি আমার দীর্ঘ দিনের কাজের স্বীকৃতি। এতে করে আমার দায়িত্বের জায়গাটি আরো প্রসারিত হলো। আমার প্রিয় প্রতিষ্ঠান, আমার পরিবারের প্রতিটি সদস্য, সহকর্মীবৃন্দ, শিক্ষক বাতায়ন, এটুআই ও প্রিয় শিক্ষার্থীদের প্রতি অনিঃশেষ কৃতজ্ঞতা যাঁদের ঐকান্তিক উৎসাহ, অনুপ্রেরণা, সহযোগিতা ও  ভালোবাসায় আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছি।

 

আমি মনে করি, কাজের প্রতি আন্তরিকতা, একাগ্রতা আর প্রবল ইচ্ছাশক্তি সকল প্রতিবন্ধকতাকে অতিক্রম করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয়। শিক্ষক বাতায়নের কারণেই আমাকে এখন সারা দেশের শিক্ষক সমাজ চিনে, জানে। শিক্ষক বাতায়নের মাধ্যমে সারা বাংলাদেশে আমার পরিচিতি তৈরি হয়েছে, এটা আমার জন্য বিশাল পাওয়া।

 

আমি শিক্ষার্থীদের সবসময় স্বপ্ন দেখাতে পছন্দ করি। সবাই দোয়া ও আশীর্বাদ করবেন যেন নিজ বিদ্যালয় ও শিক্ষার্থীদের  অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারি। আমার মতো হাজারো শিক্ষকের প্রাণের স্পন্দন হলো শিক্ষক বাতায়ন। শিক্ষক বাতায়ন ও এটুআই এর কাছে অসীম কৃতজ্ঞতা…

নাজমুন্নাহার শিউলি
সহকারী শিক্ষক
MATLAB J.B. GOVT. PILOT HIGH SCHOOL
মতলব দক্ষিণ, চাঁদপুর, চট্টগ্রাম
ইমেইলঃ shiuly17bd@gmail.com
মন্তব্য করুন